




২০২১ সালের আর্থিক পরিস্থিতি সব রাশিরই মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে গ্রহের গোচর অনুযায়ী মেষ, কন্যা ও মকর রাশির জাতক জাতিকার পক্ষে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। নিম্নে এই তিন রাশির কোন সময় আর্থিক সংকট দেখা দিতে পারে এবং কোন সময় আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটতে পারে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করা হলো :





বর্তমান বছরে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে যে রাশিগুলি
মেষরাশি : বছরের শুরুটা আর্থিক দিক থেকে খুব ভালো হবেনা। বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বৃহস্পতি আপনার রাশি থেকে আয়স্থানে অর্থাৎ একাদশে বিরাজ করবেন ফলে এইসময় কিছু আর্থিক লাভের মুখ দেখতে পারেন। বৃহস্পতির গোচরে আর্থিক চাপ থেকে অনেকটা মুক্ত হবেন। সেপ্টেম্বরের শেষ থেকে সমস্যা বৃদ্ধি পাবে এবং নভেম্বরের মাঝামাঝি সময়ে চরম আর্থিক সংকটের মুখে পড়তে পারেন এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে। নভেম্বরের পর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটতে পারে বছরের শেষে রাহু দ্বিতীয়স্থানে থাকায় বেশ কিছু আর্থিক সুযোগ পেয়ে থাকবেন। তবে ব্যয় বাড়বে চিকিৎসাজনিত খাতে বেশ কিছু খরচ হতে চলেছে। ডিসেম্বর মাস থেকে আর্থিক পরিস্থিতি উন্নত হবে তবে শারীরিক অসুস্থতাহেতু খরচ বাড়বে। এবং আর্থিক সংকটে পড়তে পারেন।





কন্যারাশি : কন্যারাশির জাতক জাতিকাদের এই বছর আর্থিক পরিস্থিতি বিড়ম্বিত হতে পারে। সারাবছর উত্থানপতনের মধ্য দিয়ে অতিবাহিত হবে। বছরের শুরুতে ভাগ্যবিপর্জয়ের সম্মুখীন হলেও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটবে। মঙ্গলের অষ্টমগৃহে গোচরে আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটলেও ব্যয় সামলানো কঠিন হয়ে পর্বে। রাহু ভাগ্যস্থানে থাকায় আকস্মিক আর্থিক প্রাপ্তি ঘটতে পারে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যয় চরম হারে বাড়তে পারে। ফলে মানসিক চাপ ও আপনার বাড়বে। আগে থেকে সঞ্চয়ের অর্থ বরাদ্দ না রাখলে সমস্যায় পড়তে পারেন। জানুয়ারি ও ডিসেম্বর মাস আপনার পক্ষে আর্থিক ভাবে অনুকূল হবে। এবং মে-মাসে কিছু অপ্রত্যাশিত সূত্র থেকে আয় ঘটতে পারে।





মকররাশি : মকরাশির জাতক জাতিকদেরও এই বছরটি আর্থিক ভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। বছরের শুরুটা ভালো হবেনা। ব্যয় ক্রমশ বৃদ্ধি পাবে। ব্যয় আপনার আয়ত্তের বাইরে চলে যেতে পারে। জানুয়ারি থেকে অগাস্ট মাস গ্রহের গোচরে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। এই সংকট ব্যাক্তিগত জীবনেও প্রভাব ফেলতে পারে। আগস্টের পর থেকে পরিস্তিতি আপনার পক্ষে আসবে পঞ্চমস্থানে রাহুর উপস্থিতি আপনার বুদ্ধিকে জাগ্রত করে আর্থিক উপার্জনের নানা পথ খুলতে পারে। কিছু সঞ্চয় হতে পারে। এপ্রিল থেকে ১৫-ই সেপ্টেম্বর এবং নভেম্বরের শেষ ভাগে আপনি আর্থিক দিক থেকে কিছুটা লাভবান হতে পারেন। এইসময় বৃহস্পতি ধনস্থানে থাকায় আর্থিক সকল বাধা থেকে মুক্তি পেতে পারেন।




