a-woman-arrested-for-spreading-fake-news
a-woman-arrested-for-spreading-fake-news
Advertisement

কলকাতা হান্ট ডেস্ক : সারা দেশ এখন করোনার ভয়ে আতঙ্কিত। লকডাউন চলছে সারা দেশ ব্যাপী। কোথাও লকডাউন সুন্দর ভাবে মানছে মানুষ তো কোথাও মানছে না।

যে সকল জায়গায় লকডাউন মানুষ মানছে না সেই জায়গা গুলিতে কঠোর পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। এমন বহু ছবি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি।

কিন্তু তার সাথে সাথেই ভাইরাল হচ্ছে নানান ফেক নিউজ। এমনই ভাবে ভুয়ো খবর ছড়ানোর কারণে গ্রেফতার হলেন এক মহিলা। তিনি সোস্যাল মিডিয়াতে পোস্ট করেন নিউ আলিপুর এলাকায় ১৫ জন করোনা আক্রান্ত কিন্ত সেই খবর গোপন করছে প্রশাসন।

এই ভুয়ো খবর আগুনের বেগে ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরে পুলিশ খোঁজ করে কে এই ভুয়ো খবর রটাচ্ছে। এবং পল্লবী শিবানী নামের এক মহিলা কে গ্রেফতার করে পুলিশ।