বিনোদন হলো এমন একটি জিনিস যেটি ছাড়া মানুষ হয়তোবা নাও বাসতে পারে প্রত্যেকের জীবনে বিনোদন থাকাটা জরুরী বিনোদন বিভিন্নভাবে হতে পারে আপনি যে বিনোদন সৃষ্টি করতে পারেন বা আপনার জন্য কেউ বিনোদন হয়ে আসতে পারে তবে নতুন জগতে যে মূল কান্ডারী থাকে সেটি হল সিরিয়াল বা ধারাবাহিক আমরা তুলনামূলক সেখান থেকে আমাদের বিনোদন টা অন করি

আরও পড়ুনঃ বকুল কথার বকুল কে মনে আছে তো ? জেনে নিন বকুল সম্মন্ধে কিছু তথ্য
বিনোদন বিনোদন জগত বলতে একটা জিনিস যেটা সবাই বোঝে সেটা হল সিরিয়াল সে হিন্দি ও হতে পারে বাংলা হতে পারে দুই ধরনের সিরিয়াল সবাই দেখে থাকে তো সিরিয়াল এখন বিনোদনের মূল উদ্দেশ্য সিরিয়াল ছাড়া এখন জীবন চালানো অসম্ভব তার উপরে এখন লকডাউন বিনোদন জগত সৃষ্টি করার জন্য টিভি সিরিয়াল এই হলো একমাত্র পন্থা

শুধু সিরিয়াল দেখায় নাই সিরিয়াল জগতে যারা অভিনয় করছে তাদের সম্বন্ধে জানানো আমাদের আগ্রহ প্রবল শুধু তার সম্বন্ধে নয় তার ঠিকানা তার আর্থিক আয় তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড তার বিবাহ হয়ে গিয়েছে কিনা এই রকম বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর জানার জন্য আমার কৌতুহলী হয়ে থাকে

আরও পড়ুনঃ বন্ধন সিনেমায় অভিনয় করা সেই বাচ্চা ছেলেটিকে মনে আছে দেখে নিন সে এখন কি কাজ করে
বাংলা ধারাবাহিক কে একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন ভাস্কর চ্যাটার্জি ভাস্করকে বহুদিন আগে একটি হিন্দি সিনেমা তে অজয় দেবগনের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল তখন খুবই বাচ্চা হয়েছিলেন তিনি জি বাংলা তে তিনি বহু সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার অভিনয় অত্যন্ত ভালো এবং চমকপ্রদ এখন তিনি জি বাংলা তে বাবা লোকনাথ চরিত্রে অভিনয় করছেন তিনি বহু বছর ধরেই জনপ্রিয়তা লাভ করেছেন ধারাবাহিক জগতে

আরও পড়ুনঃ অস্কার নয়, কারা পেয়ে থাকেন কলা আর ঘণ্টার মতো আজব পুরস্কার
এই কথা তো সকলেই জানে ভাস্কর বিবাহিত এমনকি তার স্ত্রী ও সিরিয়াল করে আবার তাদেরকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল পর্দায় তবে তারা স্বামী-স্ত্রী হয়ে অভিনয় করে তাদের অভিনয় ছিল ভাই ও বোনের সম্পর্কে তার স্ত্রীর নাম হল নবমিতা চ্যাটার্জী ।

আরও পড়ুনঃ মনে আছে তো সেই ঝুমা বৌদি কে ? আবার ভাইরাল হলো তার ভিডিও
নবমিতা শুটিঙের এর সময় তার স্বামীকে দাদা বলে ডাকেন, আর ভাস্করও তার স্ত্রীকে বোন বলে ডাকেন। এমনকি রাখী পূর্নিমার দিন রাখীও পড়িয়েছিলেন নবমিতা ভাস্করকে। নবমিতার আরো একটি পরিচয় হল তিনি মহানায়ক উত্তম কুমারের বড় নাতনি এবং অভিনেতা গৌরব চ্যাটার্জির বড় দিদি।

একটি হাসির বিষয় যে তারা স্বামী-স্ত্রী হওয়া সত্বেও পর্দায় তাদের দাদা ও বোনের সম্পর্ক এমনটাও জানিয়েছে যে প্রথমে শুটিং করার সময় তাদের প্রচন্ড অসুবিধা হতো নিজের স্ত্রীকে বোন বলতে এবং স্ত্রী তার স্বামীকে দাদা বলতে কিন্তু দিন এগোতে এগোতে তাদের সব ঠিক হয়ে যায়

আরও পড়ুনঃ মাধুরী দীক্ষিতের যৌবনের ছবি নেটদুনিয়ায় ভাইরাল , ক্লিক করে দেখুন
এই ভাই বোনের বিষয়টা তাদের সম্পর্ক হাস্যকর লাগে প্রথমদিকে নবমিতা এবং গৌরবের বাবা রাজি হয়নি ভাস্করের সঙ্গে তার বিবাহ দিতে কিন্তু গৌরব এবং নবমিতা তাদের বাবাকে ভালোভাবে বোঝায় এবং তিনি তাদের বাবাকে এর বলেন যে উত্তম কুমার ও সুচিত্রা সেন কিন্তু ভাই ও বোনের অভিনয় করেছিল এই কথাটা শোনার পরে তার বাবা তাদের সম্পর্কের জন্য রাজি হয়ে যায়…