বাংলা খবর ডেস্ক: তাদের নিয়ে অনেক কথাই চলছিল টলিপাড়ায়। এবার তাদের সম্পর্ক আরো একধাপ এগিয়ে যেতে চলেছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। তাদের এই দীর্ঘদিনের সম্পর্কের একটি নাম দিতে চলেছেন এই জুটি।
আগামী ডিসেম্বরেই বিয়ে সেরে ফেলবেন বলে জানা যাচ্ছে। ৯ ই ডিসেম্বর আইনত ভাবে চার হাত এক হবে। তবে বিয়ের অনুষ্ঠান এখন হয়ে গেলেও রিসেপশনের কিন্তু অনেক দেরি। সেটা অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে।
এদিকে দেবলীনা বলেছেন বিয়ের পিঁড়িতে লাল বেনারশি ছাড়া আর কিছু ভাবতেই পারেন না তিনি। তাই দীপাবলীর পরের দিনই গিয়ে টুকটুকে লাল বেনারসি কিনে নিয়েছেন। আর রেজিস্ট্রেশনের দিন তিনি পড়বেন ওয়েস্টার্ন। তবে তাদের দুজনের মধ্যে কেউই তাদের কাজ থেকে বিরতিতে নেই। ৭ তারিখ অবধি দেবলিনা ব্যাস্ত থাকবে অরিন্দম শীলের তীরন্দাজ শবরের শুটিংয়ে।
২০১৩ শালে অভিনেত্রী অনিন্দিতা বোস এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গৌরব। তিন বছর পর সেই সম্পর্কে ইতি টেনে দেন দুজনেই। তারপর দুজন দুজনের পথে অনেকটাই এগিয়ে এসেছেন। ২৫ শে ডিসেম্বর বিবাহ তারিখ ঠিক করা হয়েছিল কিন্তু এই করোনা পরিস্থিতিতে তাদের সব প্লানই প্রায় ভেস্তে গেছে। শোনা যাচ্ছে তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকেদের উপস্থিতিতেই তাদের বিবাহ সম্পন্ন হবে।