



বাংলা খবর ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে নুসরত জাহান। টালিগঞ্জ জুড়ে জোর জল্পনা নুসরত ও নিখিল জৈনের বিয়ে ভেঙে যাওয়ার, পাশাপাশি যশ দাশগুপ্তর সঙ্গে তারকা সাংসদের প্রেম নিয়ে ও গুঞ্জন রটেছে। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ নসরত। তবে নিখিলের সঙ্গে আর এক ছাদের তলায় থাকছেন না, তা সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছিলেন তিনি। আলিপুরের শ্বশুরবাড়ি ছেড়ে নুসরত বালিগঞ্জে বাপের বাড়িতেই রয়েছেন।




তবে ব্যক্তিগত জীবনে সমস্যা থাকলেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অ্যাক্টিভ নুসরত। সম্প্রতি ইনস্টায় এ অপরকে আনফলো করেছেন নিখিল -নুসরত এমন তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত শনিবার রাতে নুসরত ইনস্ট্রা স্টোরিতে একটা মিষ্টি ভিডিও পোস্ট করলেন। সেখানে তাকে এক খুদের সাথে দুষ্টুমি করতে দেখা গেল। অবশ্য সোশ্যাল মিডিয়ায় নুসরতের ফলোয়ারদের কাছে এই খুদের পরিচয় অজানা নয়। নুসরতের সবচেয়ে কাছের বন্ধু স্বরাজ পারেখের ছেলে, যার নাম ‘একাংশ’। এর আগেও অনেকবার এই খুদের সাথে ছবি ভিডিও পোস্ট করেছেন নসরত।




নুসরত গত বছরের প্রথমদিকে পোস্ট করেছিলেন তার জীবনের দুই রত্ন নিখিল এবং একাংশ। নিখিল ও একাংশকে কোলে শুয়ে থাকতে দেখা গিয়েছিল। সেই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামের ক্যাপশনে নুসরত লিখেছিলেন ‘মেরে দো আনমোল রতন’।



