



অভিনয় দক্ষতার নিরিখে এখন তিনি বলিউডের সীমা অতিক্রম করে হলিউডে পা দিয়েছেন। সেরা সুন্দরী এবং অভিনেত্রীর তালিকায় প্রথমেই আসে, তিনি প্রিয়াঙ্কা চোপড়া।




প্রিয়াঙ্কা চোপড়া অভিনেত্রী হওয়ার আগে নিউজ ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন কুড়ি বছর আগে 2000 সালে। তার মাথায় উঠেছিল বিশ্বসেরা সুন্দরীর মুকুট । যা গোটা ভারতবাসীর কাছে ছিল গর্বের বিষয়। যখন খেতাব হাতে পেলেন প্রিয়াঙ্কা তখন আনন্দে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।




View this post on Instagram




এই ভিডিও কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম ফ্যান পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। কারণ কুড়ি বছর আগে এই দিনটাতেই অভিনেত্রী এই খেতাব জিতেছিলেন। আর এই নস্টালজিক ভিডিও বারবার মন কাড়ে।




অভিনেত্রীর মা জানান মাত্র 18 বছর বয়সে প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন।




Get all the Latest Bengali News KolkataHunt.Com. catch out all Bangla Khobor here, follow us on Twitter and Facebook, Instagram