ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়, বাগবাজার ব্রীজের কাছে বস্তি তে আগুন লাগে বুধবার সন্ধেবেলায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে শীতের উত্তরে হাওয়ায়। ফলে আগুন বিশাল আকার ধারণ করে অল্প সময়ের মধ্যেই। মায়ের বাড়ির অফিস ঘরও আছে এই বস্তির পাশেই। আগুনে সেই অফিসের অনেক আসবাবপত্র পুড়ে গিয়েছে। গোটা এলাকা ঢেকে যায় আগুনের কালো ধোঁয়ায়।
তৎক্ষণাৎ দমকলের ২৭ টি ইঞ্জিন পৌঁছেছিল ঘটনাস্থলে। ঘিঞ্জি এলাকাতে আগুন নেভাতে দমকলকর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। শ্যামপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। এই ঘটনার ফলে রাস্তার যান চলাচল ব্যাহত হয়েছিল। নিয়ন্ত্রণ করা হয় সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গিরিশপার্ক থেকে উত্তরমুখী যান চলাচলও। এমনকি ব়্যাফও নামানো হয় রাস্তায়। বস্তির ভেতর থেকে গ্যাস সিলিন্ডার ফাটার বিস্ফোরক শব্দও পাওয়া যায় অগ্নিদহের সময়।
দমকল মন্ত্রী সুজিত বসু জানান,” আমি এখন গঙ্গাসাগরে রয়েছি, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের ডিজির সঙ্গে কথা হয়েছিল, দমকল কর্মীরা তাদের সর্বস্ব দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন ,কয়েকজন দমকল কর্মী আহতও হয়েছেন। রাজ্যের নগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন,” আগুনে বাড়ি পুড়ে যাওয়া মানুষদেরকে স্থানীয় কমিউনিটি হলে রাখা হয়েছিল। সেখানেই তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।”
এখনো স্পষ্ট হবে জানা যায়নি, যে এই আগুন লাগার কারণ কি। তবে বস্তিবাসীরা অগ্নিকাণ্ডের কারণ হিসেবে দায়ী করছেন কোন অন্তর্ঘাতকে।