জেনে নিন আজকের রাশিফল বুধবার ২২ জুলাই ২০২০
Ajker Rashifol : রাশিফল এমন একটি জিনিস প্রতিদিন আমাদের ভালো খারাপকে নিয়ন্ত্রণ করে। রাশিফলের মাধ্যমেই আমাদের যা কিছু ভালো এবং যা কিছু খারাপ তাই প্রকাশিত হয় ।
বিশদে সকল রাশির আজকের রাশিফল বুধবার ২২ জুলাই ২০২০
আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আজকের রাশিফল বুধবার ২২ জুলাই ২০২০ তুলে ধরার চেষ্টা করেছি। তো আর বেশি দেই না করে আসুন জেনে নি আজকের রাশিফল বুধবার ২২ জুলাই ২০২০
মেষ রাশি –সপ্তাহটি ছোট ব্যবসায়ীদের বাড়তি বিনিয়োগের ব্যাপারে শুভ হতে পারে। পারিবারিক পরিবেশ শুভ। খরচ বাড়তে পারে।
- লাল রঙ শুভ।
- ৩ শুভ সংখ্যা।
বৃষ রাশি –পুরানো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আয় বাড়াতে পারে। আগুনের থেকে সাবধানে থাকুন।
- নীল রং শ্রেয়।
- ৫ শুভ সংখ্যা।
আরও পড়ুনঃ মনে আছে তো সেই ঝুমা বৌদি কে ? আবার ভাইরাল হলো তার ভিডিও
মিথুন রাশি – পূর্বের কাজ আগে সেরে ফেলুন। কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। বড়ো কোনো কাজের অফার পেলে তা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
- সবুজ রঙ শুভ।
- শুভ সংখ্যা ৪।
কর্কট রাশি –কর্মক্ষেত্রে কিছু জটিলতা এলেও তার দ্রুত সমাধান হবে। পিতার বার্ধক্যজনিত কারণে স্বাস্থ্যের অবনতি আপনাকে উদ্বিগ্ন করবে। আগুনের থেকে সাবধানে থাকুন।
- সাদা রং শুভ।
- ৯ শুভ সংখ্যা।
সিংহ রাশি –শরীর ভাল না থাকার জন্য কাজে অনীহা আসতে পারে।প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে।
- সাদা রঙ শুভ।
- ৬ শুভ সংখ্যা
আরও পড়ুনঃ পাকিস্তানে পুরনো বুদ্ধমূর্তি ভেঙ্গে গুঁড়িয়ে ফেলল শ্রমিকরা, দেখুন ভাইরাল ভিডিও
কন্যা রাশি –মানসিক অশান্তির জন্য কাজে মন বসবে না।আজ কিছু পাওনা আদায় হতে পারে।
- কালো রঙ শ্রেয়।
- শুভ সংখ্যা ২।
তুলা রাশি – কর্মক্ষেত্রে দুরূহ কোনও সমস্যার সমাধান করে কর্তৃপক্ষের প্রশংসা আদায় করে নেবেন। নতুন কোনও সুযোগ এলেও তা ভেবেচিন্তে গ্রহণ করবেন। তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেবেন না।
- কালো রঙ শুভ।
- শুভ সংখ্যা ৮
বৃশ্চিক রাশি – পারিবারিক সুখ-শান্তি বৃদ্ধি। সম্পত্তি নিয়ে আইনি সমস্যাগুলি যা ছিল তার সমাধান আপনাকে উদ্বেগমুক্ত করবে। আর্থিক দিক শুভ ।
- সবুজ রং শুভ।
- ৩ শুভ সংখ্যা।
ধনু রাশি –অনিয়মের কারণে শারীরিক ক্লেশভোগের যোগ। কারিগরি কুশলতার বৃদ্ধি ও রোজগারের একাধিক উপায় সামনে আসতে পারে।
- হলুদ রং শুভ।
- ৩ শুভ সংখ্যা।
মকর রাশি – খুব কাছের কারও জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পরে।
- সাদা রং শুভ।
- শুভ সংখ্যা ৯।
কুম্ভ রাশি –এ সপ্তাহে কোনও হঠকারী সিদ্ধান্ত নিয়ে আফসোস করতে পারেন।ভ্রাতা অথবা ভগিনী কারও বিশেষ সাফল্য আপনাকে গর্বিত করবে।
- নীল রঙ শুভ।
- শুভ সংখ্যা ১।
আরও পড়ুনঃ বিশ্বের সেরা ১০ জন ধনী ক্রিকেটারদের মধ্যেই পাঁচ জন হলেন ভারতীয়, জেনে নিন তারা কারা
মীন রাশি – পারিবারিক কোনও সমস্যা থাকলেও তার দ্রুত সমাধান। কর্মক্ষেত্রে নিজের অধ্যবসায় ও কর্মদক্ষতার কারণে বিশেষ প্রশংসিত হতে পারেন। আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ।
- লাল রং শুভ।
- ৫ শুভ সংখ্যা।
আমাদের এই প্রতিবেদন আজকের রাশিফল বুধবার ২২ জুলাই ২০২০ আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এই প্রতিবেদন আজকের রাশিফল বুধবার ২২ জুলাই ২০২০ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।
দৈনিক ব্রাংলা শিফলের আপডেট পেতে হলে চোখ রাখতে হবে #kolkata_Hunt ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজে ।