লাল সুইমস্যুট পড়ে জলকেলিতে মর্ত্য হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অবিশ্বাস্যকর হলেও এই কথাটা একেবারেই সত্যি।
তাঁর পরনে শাড়ি নাকে নথ এবং সিঁথিতে চওড়া সিঁদুর ,টেলিভিশনের পর্দায় আমরা থাকে সাধারণত এভাবেই দেখতে অভ্যস্ত। কিন্তু এইবার তাকে একেবারে অন্য বেশে দেখা গিয়েছে।
সম্প্রতি তে অভিনেত্রী অপরিচিতা তার শরীরচর্চা করে তার ওজন একেবারেই সরিয়ে ফেলেছেন। তিনি যে একটু অন্যরকম রূপে ধরা দিবেন না তা কি হয়? লাল সুইম স্যুট পরা তার অপূর্ব সুন্দর ছবি লেন্স বন্ধ করে তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি নিজেই।
তার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলিতে তাকে খুবই খুশি দেখা গিয়েছে।
অবশ্য অভিনেত্রী অপরাজিতা আঢ্য কে এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতেই দেখতে পাই আমরা। সম্প্রতি তিনি মন্দারমনি তে বেড়াতে গিয়েছিলে। সমুদ্রসৈকতে ধরে তিনি অনেক ফটোশুট এবং ভিডিও তৈরি করেছিলেন যেগুলোকে আমরা তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেও দেখা গিয়েছে।