



কলকাতাহান্ট.কম : সাদাকালো জামানা আর নেই বললেই চলে এখন যাবতীয় সব এইচডি অর্থাৎ সব ফটোই এখন রঙিন শুধু ফটোই কেন আপনি বাড়িতে বসেই আপনার ভোটার আইডি কার্ডের সাদাকালো ভাবটি পরিবর্তন করে রঙিন করে নিতে পারেন আর সেটি কোন সাদামাটা কাগজে ভোটার কার্ড নয় বা সাদামাটা কাগজে ছাপানো জিনিস নয় প্যান কার্ডের মতই দেখতে হবে আপনার পিভিসি ওয়ালা ভোটার কার্ড তাছাড়া থাকবে পরিচয় পত্র এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ বারকোড ।




আরও পড়ুন – বিশ্বের কিছু দেশে থাকা অদ্ভুত প্রথা, যেটা আপনি কখনো ভাবতেও পারবেন না, ২নং টা দেখুন




পিভিসির পুরো অর্থ হল পলিভিনাইল ক্লোরাইড আপনি বাড়িতে বসেই কতগুলি ক্লিকের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড পরিবর্তন করে ফেলতে পারবেন ।




উচ্চ কমিশনে যারা থাকেন তাদের মতে এই প্রযুক্তিতে আপনারই সুবিধা হবে আর এটি অত্যন্ত নিরাপদ বারকোড এবং কিছু অদৃশ্য নাম্বার থাকবে এই ভোটার কার্ডের যার ফলে আপনার তথ্য চুরি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আর কমিশনের একটি সংস্থা এই সমস্ত বিষয়ে নজর রাখবে




আরও পড়ুন – লকডাউনের পর এবার শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা বাড়তে চলেছে




আপনার ভোটার আইডি কার্ড পরিবর্তন করলেই মিলে যাবে রঙিন ভোটার কার্ড




জনগণের সুবিধার্থেই এই পদ্ধতি বেছে নিতে বলল হাইকমিশনারের লোকজন আর এটি আপনি বাড়িতে বসেই করতে পারবেন বাড়িতে বসেই আইডি কার্ডের আবেদন করার জন্য http://www.nvsp.in ওয়েবসাইটে যোগাযোগ করুন




আরও পড়ুন – এবার আসছে সাইক্লোন নিভার& ! আইএমডি জারি করলো সতর্কতা




নতুন কার্ড তৈরি করার জন্য আপনাকে করতে হবে একটি ফরম ফিলাপ যাতে আপনার বয়সে শংসাপত্র ঠিকানার প্রমাণপত্র আপলোড করার পরে আপনার ছবি দিতে হবে সমস্ত তথ্য এবং ফটো আপলোড করার পরে সেন্ড অপশনে ক্লিক করলেই আপনার কাজ হয়ে যাবে




বয়সের প্রমাণপত্র দেওয়ার জন্য আপনি আপনার মাধ্যমিকের এডমিট কার্ড , ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ব্যবহার করতে পারেন আর ঠিকানা দেওয়ার জন্য পাসপোর্ট ব্যাংক পাস বই রেশন কার্ড বিদ্যুতের বিল প্রভৃতি দিতে পারেন ।



