কলকাতাহান্ট.কম – বাবা লোকনাথ ব্রহ্মচারী দুর্বল সময়ে এক মাত্র ভরসা, নিমেষেই জীবন সুন্দর হয়ে ওঠে । সাধারণ পরিবারে জন্ম আছেন বাবা লোকনাথ তাকে শিব ঠাকুরের একটি অঙ্গ হিসাবে আমরা চিনি । বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছেন বসিরহাটের পার্শ্ববর্তী এলাকার চাকলা গ্রামে এক সাধারণ ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ । তারপরে তপস্যার মাধ্যমে বাবা লোকনাথ হিসেবে সবার কাছে পরিচিত হন ।
আরও পড়ুন – শনিবার হলো শনিদেবের দিন, জেনে নিন শনিদেবের শুভ অশুভ ফল
নির্দিষ্ট সময় কালে বাবার পূজা করা হয় । তার পূজা করতে গেলে কোন রকম আড়ম্বর লাগেনা । তিনি সব সময় মানুষদের পরামর্শ দিতেন সাধারণ ভাবে জীবন যাপন করতে বলতেন । তিনি সবসময় রক্ষা করে এসেছেন বিভিন্ন মানুষকে তাদের প্রতিটি সমস্যা দূর করেছেন ।
আরও পড়ুন – এই বিশেষ মন্ত্র পাঠ করলে আপনি শনিদেবের কৃপা লাভ করবেন
দোয়ার আর এক নাম হলো লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ ” রণে ,বনে , জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি পথ দেখাবো “এই কথাটি বাবা লোকনাথ তার সকল ভক্তদের উদ্দেশ্যে বলেছেন কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষকে বিভিন্ন উপায়ে বাঁচিয়ে রেখেছেন বাবা লোকনাথ আরেক নাম বাবা লোকনাথ সময় পেলে একবার ঘুরে আসতে পারেন হয়তো আপনার জীবনে পরিবর্তন ঘটে গেল।।