Dev-Rukmini: এখন বিয়ে হওয়ার থেকে ভাঙছে বেশি, রুক্মিণীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে অকপট দেব

নিজস্ব প্রতিবেদন: বাংলা আধুনিক সিনেমার জগতের দেব অন্যতম জনপ্রিয় তারকা। দেবের আসল নাম দীপক অধিকারী। অগ্নিসপথ সিনেমায় রচনা ব্যানার্জীর সাথে অভিনয় করে তাঁর ক্যারিয়ারের শুরু। এরপর আই লাভ ইউ, চ্যালেঞ্জ, পাগলু একের পর এক হিট ছবির ফলে জনপ্রিয়তার শিখরে তিনি পৌঁছে গেছেন। বহু ফ্যান তাঁর। মেয়েদের ক্রাশ তিনি। শুধু অভিনয় জগতই নয়, রাজনৈতিক দিকগুলিও দায়িত্বের সাথে পালন করেন দেব। আবার মানুষের জন্য যেভাবে তিনি কাজ করেন, তাতে একজন ভালো মানুষের পরিচয় দেন তিনি নিজের।

অভিনেতা দেবের মনের মানুষ হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দুজনেই অভিনয় জগতের মানুষ। তারা সাবলীলভাবে প্রেম করেন। কোনোরকম লুকাচুরি ছাড়াই প্রকাশ্যে তারা একসাথে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করেন। কয়েকদিন আগে তো আবার দুজন মিলে মালদ্বীপ থেকে ঘুরে এলেন। সেই ভ্রমণের ছবিও স্যোশাল মিডিয়াতে দেখা গেছিল। তাদের প্রেম দেখে তাই দর্শকদের মনে শ্রদ্ধার উদ্রেক হয়। কিন্তু দেবের বয়স ৩০ হতে চললো। তাই অনেকেই মনে করেন এবার দেবের বিয়ে করা উচিত। কিন্তু এই প্রসঙ্গে দেব নিজে কি বললেন জানেন?

রুক্মিণীকে দেব কবে বিয়ে করবেন এই প্রশ্ন নিয়ে নেটিজনদের মধ্যে চর্চার অন্ত নেই। নেটিজনদের অনেকেই মনে করেন যে এবার দেব,রুক্মিনীর বিয়ে করা উচিত। তবে দেব এক্ষেত্রে সপাটে জবাব দিয়েছেন যে এক্ষুণি তারা কেউ বিয়ের কথা ভাবছেন না। বরং তারা বিয়ে না করেই ভালো আছেন। দেবের কাছে ভালো থাকা থাকাটাই আসল।

 

View this post on Instagram

 

A post shared by Biggest fan of Rukmini Maitra. (@biggest_fan_of_rukmini_maitra_)

আর তিনি যেহেতু রুক্মিণীকে বিয়ে না করেই ভালো আছেন, তাই এবিষয়ে তেমন কিছু ভাবতে চান না এখনই। দেব আরোও বলেছেন যে , এখন বিয়ে হওয়ার থেকে ভাঁঙে বেশি। এমন উদাহরণ তো আর কম নেই। যেমন শ্রাবন্তী চ্যাটার্জীর সাথে প্রথম দুই সঙ্গীর বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও তৃতীয় স্বামী রোশন সিং-এর বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। আবার নুসরত জাহানের সাথে নিখিল জৈনেরও বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। এমনকি নুসরত এই বিয়েকে অবৈধ বলেও উল্লেখ করেছেন। এইভাবে একের পর এক উদাহরণ চোখের সামনে দেখলে কেই না এমন মন্তব্য করবে?

তবে শুধু সেলিব্রেটিদের মধ্যেই নয়,সাধারণ পরিবারেও এখন বিবাহ বিচ্ছেদের ঘটনা খুব স্বাভাবিক। ফলে বিয়ের কথা না ভেবে একসাথে থেকে নিজেদের মতো করেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান দেব ও রুক্মিণী। তাঁরা চান না অযথা বিয়েতে নিজেদের জড়াতে। দেব মনে করেন দুজনের প্রতি দুজনের ভালোবাসাটাই আসল একটি সম্পর্কে,সেক্ষেত্রে বিয়ে না করেও ভাল থাকা যায়। তবে দেবের কথা অনুযায়ী যেকোনো সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুজনের প্রতি সম্মান থাকা। আর সেটা দেব-রুক্মিনী উভয়েরই রয়েছে।

আরও পড়ুন

Back to top button