NCB হেফাজতে শাহরুখের ছেলে! কঠিন সময়েও পাশে SRK ভক্তরা, মুষ্টিবদ্ধ হাতে শুরু অভিনব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদন: সোশাল মিডিয়াতে শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক কাণ্ডে যুক্ত হওয়ার পর থেকে তাকে নিয়ে সমালোচনার ঝর উঠেছে। কিন্তু প্রিয় নায়ক শাহরুখের ফ্যানরা তার এই বিপদে হাত ছাড়তে নারাজ। তাই তার ফ্যানরা শাহরুখের পুত্রের পক্ষ নিল।

গত ৩রা অক্টবর থেকে শাহরুখ পুত্র জেল হেফাজতে আছে। মাদক নেওয়ার দায়ে তাকে গ্রেফতার করে এনসিবি। তিনি নিজে তার দোষ স্বীকার করেছেন। তার পুত্রের বিপদের কথা শুনে শুটিংয়ের সেট ছেড়ে তার বাবা চলে আসে তার কাছে। কিন্তু শাহরুখ পুত্র এখনও জামিন পায়নি।

অভিনয় জগতে শাহরুখ খানের ভক্তের সংখ্যা আগনা। তার এই বিপদের সময় তার সকল ফ্যানরা তার পাশে এসে দাঁড়িয়েছেন। শাহরুখ খানকে সমর্থন করে তারা প্রতিবাদে নেমেছে। মুষ্ঠিবদ্ধ হাতের প্রতিবাদী ছবি অনেকেই তাদের পার্সোনাল একাউন্টের ডিপি করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলেই খান পরিবারকে সাপোর্ট করে যাচ্ছে। এই ছবি ভাইরাল হলো নেট দুনিয়ায়।

সোশ্যাল মিডিয়া ছাড়াও তারা শাহরুখের বাড়ির সামনে ভিড় জমিয়ে প্লাকার্ড হাতে নিয়ে কিং খান কে সমর্থন জানান। তারা বলেন যে, “আমরা তোমার সাথে আছি কিং খান। নিজের খেয়াল রেখো।”।।

আরও পড়ুন

Back to top button