



বাংলা খবর ডেস্ক: এই বছরটা কারোরই ভালো কাটছে না আর এখন এসে গেল বছরের শেষ সময় করোনাভাইরাস সমগ্র বিশ্বব্যাপী মানুষের মুখের থেকে সুখ কেড়ে নিয়েছে আর দেশজুড়ে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে আর সেটাই ভাবাচ্ছে সাধারণ মানুষকে প্রতিনিয়ত নিত্য নতুন জিনিসের দাম বেড়েই চলেছে মধ্যবিত্ত মানুষের কাছে জীবন যাপন করার জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে ।।




আমফান ঝড়ের পর থেকে বাজারে শাক সবজির দাম আকাশছোঁয়া আর এখন রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়েছে লকডাউনে মানুষ অনেক কাজ হারিয়েছে এবং তাদের অনেক ক্ষতি হয়েছে আর গ্যাসের মূল্য বৃদ্ধি মধ্যবিত্ত মানুষদের কপালে হাত ফেলে দিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসে এই ধাক্কা লেগে গেল এক লাফে গ্যাসের দাম বেড়ে গেল 50 টাকা সেই অনুযায়ী কলকাতায় ভর্তি রান্নার গ্যাসের দাম ৬৭০ টাকা ৫০ পয়সা জুলাই মাস রান্নার গ্যাসে মূল্যবৃদ্ধি হয়েছিল 4 টাকা 50 পয়সা আর ফেব্রুয়ারি মাসে গ্যাসের দাম 150 টাকা পেয়েছিল।তবে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা আওতায় গ্যাসের দামের ওপর এই মূল্যবৃদ্ধি কোনো প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে।




শুধু শুধু রান্নার গ্যাস নয় রান্নার গ্যাসের সঙ্গে বাড়ছে পেট্রোলের দাম কলকাতায় প্রতি পেট্রোলের দাম 15 পয়সা এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোল ও ডিজেল যথাক্রমে 84 টাকা এবং 76 টাকা পয়সা ।।



