boudi-dances-at-deors-wedding-viral-video
boudi-dances-at-deors-wedding-viral-video
Advertisement

বাঙালি বিয়ের মরশুমে চলছে একের পর এক বিয়ে। তার সাথে ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। কোথাও বর সিঁদুর দানের পর কনের মুখ ঢেকে দিচ্ছেন, তো আবার কোথাও বিয়ের পিঁড়িতে বসে গিটার নিয়ে গান করছেন বর।

নাচ করে বরকে স্বাগত করছে বউ এমন ও ভিডিও দেখা গেছে। তো আবার কোথাও দেখা যাচ্ছে দীর্ঘ অপেক্ষার পর নিজের জীবনসঙ্গী হিসাবে প্রেমিকাকে পেয়ে আবেগে চোখের জল ভাসাচ্ছেন বর।

তবে এসব কে পিছনে ফেলে এবার কিছু অন্যরকম ঘটলো। বৌদি দেওরের সম্পর্ক অনেকটা বন্ধুর মত। দুষ্টুমি ইয়ার্কি ঠাট্টা সবকিছুই চলে বৌদি দেওরের মধ্যে। এরকমই একটি দুষ্টু মিষ্টি বৌদি দেওরের সম্পর্কের এক ঝলক দেখা গেল একটি ভিডিওতে।

দেখুন সেই ভিডিও

বিয়ে করতে যাচ্ছেন দেওর। সেই খুশিতে উদ্দাম নৃত্য করলেন বৌদি। মনে পড়ে সেই গানটা “লো চালি মে আপনি দেওর কি বারাত লেকে” এই গানটিতে নেচে মাতালেন বৌদি। বৌদি সেই নাচ নিয়ে ছাড়া বিয়ে মেতে উঠেছে। বৌদির সেই নাচের ভঙ্গিমায় দেখা যাচ্ছে দেওরের সাথে তার সম্পর্ক কতটা মিষ্টি।