বেশ কয়েকদিন আগের কথা বাজারে শাক সবজির দাম শুনলে লোকে না কিনেই বাড়ি চলে যাচ্ছিল। কিন্তু কদিন যেতে না যেতেই সেই সব শাক সবজির দাম এতটাই নিনম্মুখী যে খুচরা বাজারে জলের দরে পাওয়া যাচ্ছে। আর এর ফলেই কপালে হাত পড়েছে সবজি চাষীদের।
ধার দেনা করে রোদে দিন রাত খেটে সবজির দাম না পাওয়ায় স্বভাতই হতাশ হচ্ছেন চাষীরা। পাইকারি বাজারে বাঁধাকপি কেজি প্রতি ৩ টাকা এমনকি ফুলকপি কেজি প্রতি সাড়ে ৩ টাকায় বিক্রি হচ্ছে। তবুও দেখা মিলছেনা খরিদ্দারের।
মনে করা হচ্ছে লকডাউনে মালের যোগান না থাকায় বৃদ্ধি পেয়েছিল সবজির দাম। কিন্তু বর্তমানে আরতে মালের যোগান এতটাই বৃদ্ধি পেয়েছে যে দামই পাওয়া যাচ্চেনা সবজির। করোনা কালে পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় পাশের রাজ্য বা জেলা গুলিতেও মাল পাঠানো যায়নি।
ফলে অনেকটাই লোকসান হয়েছিল চাষীদের। তারা ভেবেছিল শীত কালীন সবজি চাষ করে কিছুটা লাভ করবে। কিন্তু বর্তমানে এতটাই যোগান বেড়ে গেছে যে সবজির দাম প্রায় নেই বললেই চলে। আর এর ফলে মাথায় হাত চাষীদের। তাদের মতে, এই দাম থাকলে ভ্যান ভাড়াও উঠবেনা। এমনকি চাষ করতে যে খরচ লাগে সেটাও উঠবে কিনা সন্দেহ।