



অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের পঞ্চম দিনে অজি বোলারদের বল একের পর এক আছড়ে পড়েছিল তাঁর হাতে, পাঁজরে, কাঁধে। সবকিছু সামলে নিয়ে পিচের উপর দেওয়ালের মতো দাঁড়িয়েছিলেন চিতেশ্বর পুজারা। ভারতের জয়ের রাস্তার মসৃণ করেছিল পূজারার ধৈর্যশীল 56 রানের ইনিংস।
যেদিন অস্ট্রেলিয়ান পেসারদের একেকটি বল Bপাঁজরে, কাঁধে এসে লাগছিল তখন আতকে উঠছিল বাড়িতে বসে টিভিতে খেলা দেখতে থাকো পূজারার স্ত্রী পূজা এবং ছোট মেয়ে অদিতি। খেলা দেখতে দেখতে বাবার ব্যথা উপলব্ধি করতে পারছিল তার ছোট মেয়ে অদিতি। ছোট্ট অদিতিও ভেবে রেখেছিলেন কিভাবে সেই ব্যথা উপশম করা যায়।
‘ বাবা বাড়ি ফিরলে যে জায়গায় বাবার চোট লেগেছে সেই জায়গাগুলোতে শেষ চুম্বন করে দেবে’ জানালো অদিতি। এমন কথা শুনে পুজারা জানান,”তার মেয়ের যখন কোথাও ব্যথা লাগে তখন তিনি এমনটাই করেন।” আর ছোট্ট অদিতির ধারণা চুম্বনেই ব্যথা সেরে যায়।



