




বাংলা খবর ডেস্ক: বাড়িতে বিভিন্ন ফুল ও ফুলের চাষ করার শখ সবারই থাকে কিন্তু বর্তমানে আমার ফ্ল্যাটে থাকে তাই সেখানে বাগান করার পর ভেঙ্গে যায় তাই ইচ্ছা থাকলেও উপায় না কিন্তু আজ এমন এক পরিস্থিতি জানতে পারবেন যাতে আপনি টবের ওপরে কমলালেবু চাষ করতে পারবেন সমতল ভূমি ও লাগবেনা বা আবহাওয়া কোন রকম পরিবর্তন করতে হবে না ধন্যবাদ লাগানো ও তার পরিচর্যা করুন




কমলা লেবু চাষ করতে প্রথমে যেটা প্রয়োজন সেটা অবশ্যই সঠিক মাটিএরজন্য আপনাকে 40% সাধারন মাটি, একবছর পুরনো গোবর সার, 250 গ্রাম হাড়ের গুড়ো, 150 গ্রাম সংকুচিত, 250 গ্রাম নিমখোল, 250 গ্রাম শঙ্খের গুলো প্রয়োজন। এই সমস্ত উপাদান ভালোভাবে মিশ্রন করে জল দিয়ে ভিজিয়ে 15 দিন রেখে দিতে হবে। এইভাবে ছ’মাস যত্ন নেওয়ার পর গাছে ফলন শুরু হবে।




মোটরসাইকেলে কমলেও গোষ্ঠীকে ভালো করে বসে 3 প্রতিনিয়ত যত্নসহকারে সেদিক থেকে নাশকতার ব্যবহার করুন মার্চ মাসের মাঝামাঝি সময়ে লেবু কার্যক্রম শুরু করে আর তখনই তিন লিটার জল করতে দিন এন্ট্রাকল মিশিয়ে স্প্রে করতে হবে প্রশান্তর গাছটিকে সবার সমন্বয় এবং নির্বাচন করতে হবে পরে কথা হবে আর আপনি আপনার বাড়িতে সুস্বাদু কমলালেবু নিজের বাড়িতেই পেয়ে যাবেন।



