



বাংলা খবর ডেস্ক: নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলুন এবার সহজ উপায়ে। গোলাপ ফুল সকলের প্রিয়। যেমন সুন্দর গন্ধ তেমনি অসাধারণ একটি গাছ। বাড়ির গেটে লতানো গোলাপের চাষ করুন সহজ উপায়ে। আর এর জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে মাটি, কোকো পিট, হাড় গুড়ো, নিম খোল, ও শিং কুচি। এইগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে গোলাপ চাষের জন্য উপযুক্ত মাটি। এবার যেকোন নার্সারি থেকে লতানো গোলাপ গাছ কিনে আনতে হবে।




এরপর কিনে আনা গাছটিকে কুড়ি ইঞ্চি ট্রফি প্রতিস্থাপন করতে হবে। গাছটা যেহেতু লতানো তার জন্য অবশ্যই মাচা করে দিতে হবে উপরের। আর গাছটি যদি তবে না করে মাটিতেই করে তাহলে বাড়ির গেটের গায়ে এই গাছ চাষ করা যেতে পারে। এতে বাড়ি দেখতে সুন্দর লাগে।




গাছটিকে সঠিক ভাবে কেটে গেটের গায়ে জড়িয়ে দিতে পারেন। গাছটি পরিচর্যা করা খুব একটা কঠিন না। সপ্তাহে একবার সরষে খোলপঁচা ও তরল পদার্থ দিতে হবে। এবং মাঝেমধ্যে মাটি খুঁড়ে পচানো গোবর ও সার দিতে হবে। গাছের গোড়ায় আগাছা হলে তা পরিষ্কার রাখতে হবে। আর কীটনাশক স্প্রে সপ্তাহ অন্তর অন্তর করতে হবে। সাধারণত গোলাপ ফুল শীতকালে বেশি দেখা যায়। তবে এই লতানো গোলাপ বর্ষাকালে প্রচুর ফুল দেয়। এই গোলাপের ও নানান ধরনের রঙ দেখা যায় সাদা লাল গোলাপি প্রভৃতি।



