এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানেও করোনার কোপ পড়ল, এটা মনে হয় হওয়ারই ছিল। দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠানেও কাটছাঁট করা হবে ,কমানো হবে দর্শক সংখ্যাও। প্রতিবছর যেমন রাস্তা হাঁটা হত ৮.২কিমি তার বদলে এবার ৩.৩কিমি রাস্তা হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্যারেড করা হবে বিজয়চক থেকে ন্যাশনাল পার্ক পর্যন্ত।
এমনকি সামাজিক দূরত্ব মানা হবে প্যারেডেও। প্রতি দলের প্রতিযোগীদের সংখ্যা কাটছাঁট করে ১৪৪ থেকে ৯৬-এ নামানো হয়েছে। এছাড়াও মজুদ করা হবে ৮টি আইসোলেশন এবং রেস্টিং। যাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয় তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে,যেখানে স্বাস্থ্যকর্মী ও ডাক্তারেরা উপস্থিত থাকবে।
এছাড়াও জানা গিয়েছে অ্যান্টিভাইরাল এবং ব্যাকটেরিয়া কোটিং স্প্রে করে থাকবে প্রতিটি দর্শক আসনেও। দর্শক আসনের সংখ্যা ঠিক করা হয়েছে ২৫হাজার। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে দর্শক আসনে উপস্থিত হওয়ার অনুমতি মিলবে না ১৫ বছরের কম বয়সীদের জন্য।
সামাজিক দূরত্ব বজায় থাকবে দর্শক আসনেও, পড়তে হবে মাস্ক, মানা হবে কোভিড প্রটোকল, স্যানিটাইজার রাখতে হবে নিজেদেরকে। থার্মাল স্ক্রীনিং এর ব্যবস্থা থাকবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রবেশপথেও।