অনেক মানুষ মদ্যপকে দেখলে নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে রাখেন। আরো কারো মারাত্মক আপত্তি আছে মদপান কে কেন্দ্র করে। কিন্তু সবাইকে অবাক করে একটি সমীক্ষার মাধ্যমে মদ্যপানের ভালো গুণ উঠে আসলো।
তবে এখানে যেকোন মদের কথা বলা হয়নি, বলা হয়েছে হুইস্কির কথা। বলা হয়েছে, চিন্তা দূর করে হুইস্কি, ভালো ঘুমও হয়। হুইস্কি হজম কার্যে ভালো সাহায্য করে এর ফলে অনেক নেটিজেন খাওয়ার পরে কিছুটা হুইস্কি পান করেন বলে শোনা যায়।
হুইস্কি পান করলে সর্দি কাশির অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায়। গরম জলের সঙ্গে হালকা মধু ও হুইস্কি মিশিয়ে খেলে গলা ব্যথা দূর হয়, এমনটাই জানানো হয়েছে সমীক্ষার মাধ্যমে।
অত্যাধিক ওজন বিশিষ্ট ব্যক্তিদের জন্য সুখবর দিল এই সমীক্ষা। হুইস্কি পান করলে নাকি ওজনও কমে! সমীক্ষার মাধ্যমে জানানো হয়েছে হুইস্কি খেলে শরীর গরম হয়, শরীরে এনার্জি অনেক বেড়ে যায় ফলে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে। ফলে নতুন করে আর ওজন বাড়ে না।