



বাংলা খবর ডেস্ক:সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে । সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিল পশ্চিম বঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC)। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনাকে যা করতে হবে।




শিক্ষাগত যোগ্যতা: কোন ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় এ আপনাকে 55% নাম্বার থাকতে হবে । প্রার্থীকে অবশ্যই ইউজিসি বা সিএসআইআর দ্বারা পরিচালিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে । এছাড়া কোনরকম ডিগ্রী (phd) লাগবে না ।।




বয়স: ০১-০১-২০২১ হিসাবে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় আছে অর্থাৎ এস সি এস টি দের জন্য পাঁচ বছর ওবিসি করার জন্য তিন বছরের এবং যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য 10 বছরের বয়সের ছাড় দেওয়া হবে স্যাক্ট চাকরি প্রার্থীদেট আবেদনের উচ্চ বয়সের সীমা ৪৭ বছর।




প্রার্থী বাছাই প্রক্রিয়া: রিসার্চ পেপার, শিক্ষাগত যোগ্যতা, এবং ইন্টারভিউয়ের যোগ্যতা বিচার করে প্রার্থী বাছাই করা হবে।




বেতন স্কেল: একাডেমিক লেভেল ১০, এন্ট্রি পে ৫৭,৭০০ টাকা। এর সাথে যুক্ত হবে বিভিন্ন বোনাস ।।




সময় কাল: আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ১৫ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে।




আবেদন ফি: প্রার্থীদের আবেদন ফি ২০০০ টাকা, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ১০০০ টাকা।