Shahrukh Khan: বাবা-ছেলে দুই চরিত্রেই শাহরুখ খান!

কলকাতা হান্ট ডেস্কঃ বর্তমানে স্যোশাল মিডিয়ার চাহিদা যেহেতু উর্ধমুখী। তাই সেলিব্রেটিরা স্যোশাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ,নানা সেলিব্রেশন, ঘুরতে যাওয়া এছাড়াও যে কোনোরকম ছবি বা ভিডিও তারা পোস্ট করেন। কারণ স্যোশাল মিডিয়ার দর্শকরা সবসময় সেলিব্রেটিদের সম্পর্কে জানতে আগ্রহী আর স্যোশাল মিডিয়ার চাহিদাও উর্ধমুখী।

সারুখ খান হিন্দি টেলিভেশনের “কিং খান।” নিজ প্রতিভার একেবারে জিরো থেকে হিরো হয়েছেন তিনি। কোনোরকম গড ফাদারের সাহায্য ছাড়াই নিজেকে প্রমাণ করেছেন। স্টার থেকে সুপারস্টার হয়ে উঠেছেন তিনি। তবে ২০১৮ সালের পর থেকে শাহরুখ খানের খারাপ সময় যাচ্ছে বলা চলে। ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিল আগেই।

sahrukh khan
sahrukh khan
আরও খবরঃ- Tiyasha Roy: রূপ পরিবর্তিত হয়ে শ‍্যামা আসছে ‘দেবী কৌশিকী’র বেশে, রইলো ভিডিও

আবার চলতি বছরের শুরুতে নেপোটিজম বিতর্কের শিকার হয়েছিলেন তিনি। কার্তিক আরিয়ানকে তাঁর প্রযোজনা সংস্থার ফিল্ম থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল শাহরুখ খানের বিরুদ্ধে। তবে তিনিও কোনো স্টারকিড নন সেটা সবার বিস্তৃতির আড়ালে চলে গেছিল। পরে অবশ্য কার্তিক জানিয়েছেন, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি নিজেই ফিল্মটি করতে চাননি।

pathan
pathan

এবারে শাহরুখ খান এই মুহূর্তে একই সঙ্গে দুটি ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তার মধ্যে একটি হল সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ও অপরটি দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। ‘জওয়ান’ সিনেমাতে একই সাথে দুটি চরিত্রে অভিনয় করবেন স্বয়ং শাহরুখ খান। ফিল্মের চিত্রনাট্য লেখা হয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’-কে কেন্দ্র করে। এখানে বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এর আগেও শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঠিকই। কিন্তু এই প্রথম বাবা ও ছেলে দুইয়ের চরিত্রে একই সাথে অভিনয় করতে চলেছেন তিনি।

আরও খবরঃ- লাল টি-শার্ট পরে ‘মানিকে মাগে হিতে’ গেয়ে তাক লাগালেন লতাকন্ঠী রানু মন্ডল!

ওদিকে আবার ‘পাঠান’-এর প্রথম লুক স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ফিল্ম নাকি নতুন করে শাহরুখ খানের জীবনে নতুন মোড় আনতে চলেছে। পাঠান খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানা গেছে। তবে করোনা পরিস্থিতির জন্য কবে এটি মুক্তি পাবে তা ঠিক মতো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Back to top button