




বাংলা খবর ডেস্ক: যতদিন যাচ্ছে নতুন নতুন ইলেকট্রনিকস গ্যাজেটের সাহায্যে জীবন সহজ হয়ে উঠেছে খাবার গরম করতে মাইক্রোওভেন ব্যবহার বা এসি হোক। কিন্তু এই ধরনের জিনিসপত্র ব্যবহার করার ফলে অনেক বিদ্যুৎ বিল বাড়ছে। ২৪ ঘন্টা টানা চলতে থাকে ফ্রিজ। কিছু সহজ উপায়ে কাজে লাগালে বিদ্যুতের বিলে কিছুটা রাশ টানা যেতে পারে।




- ফ্রিজ ভরতে পর্যাপ্ত জিনিস না থাকলে ধাতব পাএ রেখে দিন। এতে ফ্রিজের তাপমাত্রা ঠিক থাকে।
- ফ্রিজের মধ্যে ফাঁকা জায়গা যত থাকবে তাপমাত্রা ততটা কমবে। তাই ফ্রিজ সবসময় ভরে রাখতে হবে। ফাঁকা ফ্রিজে বিদ্যুতের বিল অনেক বেশি আসে।
- ডিপ ফ্রিজে বেশি বরফ জমলে ফ্রিজে কর্মদক্ষতা কমে যায় এর ফলে বিদ্যুৎ খরচ বাড়ে।জলের বোতলের সাথে একটু নুন মিশিয়ে রাখলে ফ্রিজের তাপমাত্রা ঠিক থাকে।
- ফ্রিজের রেগুলেটর এর পাওয়ার কম করে দিন।
- ফ্রিজের দরজা কখনো বেশিক্ষণ খোলা রাখবেন না।




Get all the Latest Bengali News KolkataHunt.Com. catch out all Bangla Khobor here, follow us on Twitter and Facebook, Instagram