



বাংলা খবর ডেস্ক: ঘুরছে ফেক অ্যাপ, ভ্যাকসিন পেতে এখনি রেজিস্টার নয় কো-উইন এ, সতর্কবার্তা স্বাস্থ্যমন্ত্র কের, এখনই ডাউনলোড করবেন না ‘CoWin’অ্যাপ। প্লে স্টোরে এখনো পর্যন্ত আসেনি অ্যাপটি। অ্যাপটি পাওয়া যাচ্ছে শুধুমাত্র অ্যাপ স্টোরে। ইতিমধ্যেই চালু হয়ে গেছে জালিয়াতি দের হানা দেওয়া।তারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে ফেক ‘CoWin’ অ্যাপ তৈরি করে। এখনো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না তাদের মতলব কী। সাধারণ মানুষের ব্যক্তিগত,গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টায় আছে, বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে বুধবার টুইটের মাধ্যমে ঘোষণা করা হয়,” সরকারের আসন্ন অফিশিয়াল প্ল্যাটফর্ম এর অনুরূপ বেআইনি অ্যাপ তৈরি হয়েছে। এই অ্যাপ শুধু অ্যাপ স্টোরে আছে। কেউ যেন এর ফাঁদে পা না দেয়।”
স্বাস্থ্যমন্ত্র এও লিখেছেন,” এই অ্যাপ ডাউনলোড করার পর কেউ ভুলেও নিজের ব্যক্তিগত তথ্য আপলোড করবেন না। এর ফলে আপনার জীবনে গভীর সমস্যা সৃষ্টি হতে পারে। অ্যাপ লঞ্চ এর সমস্ত তথ্য MoHFW অফিশিয়াল প্লাটফর্ম থেকে জানানো হবে। দেশের মানুষ যেন সেই তথ্য অনুযায়ী অ্যাপ ডাউনলোড করে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করে।”




প্রসঙ্গত, অ্যাপটির নাম ‘CO-WIN’ পুরো নাম কোভিড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক।পরবর্তীতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করার নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত তথ্য রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপটিতে। এমনকি দিতে হবে নিজের পরিচয় পত্রের প্রমাণও।



