



বাংলা খবর ডেস্ক: করোনা আবহে সমস্ত মানুষের কথা ভেবে বিনা পয়সাতে ২০২১ সালের জুন পর্যন্ত রেশন দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বর্তমানে সকলেই পাচ্ছেন বিনা পয়সায় রেশন। এদিন অর্থাৎ বুধবার কোচবিহার এর রাসমেলার ময়দান থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন যদি আসন্ন বিধানসভা ভোটে জিতে তার দল ফের ক্ষমতায় আসে তাহলে জুনের পরেও দেওয়া হবে ফ্রি তে রেশন।




যদিও বিরোধী মহল এটাকে ভোটের আশ্বাস বলেই ব্যক্ত করেছেন। ইতিমধ্যেই ভোট যতো এগোচ্ছে ততই প্রতিশ্রুতি বাড়ছে বর্তমানে দুই প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দলের থেকে। তৃণমূল যেমন দুয়ারে সরকার প্রকল্প নিয়ে হাজির হয়েছে বিজেপিও তাদের পাল্টা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কাজেই ভোটে লড়ার প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে দুই দলই।




তবে এদিন কোচবিহার রাসমেলার ময়দান এ জনসভায় ভীড় হয়েছিল প্রবল। সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “গত ৬ মাস ধরে বিনা পয়সায় রেশন দিচ্ছে এমন একটা রাজ্য আমাকে দেখাতে পারবেন? আমরা ক্ষমতায় এলে আবারো রেশন পাবেন বিনামূল্যে।” এই ঘোষণার পরেই জনসভায় আসা মানুষরা বেশ খুশী ই হন। করোনা আবহে বিনা পয়সায় রেশন যে তাদের কতটা উপকার করেছে সে কথা তারা ভোলেননি।




যদিও মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর বিরোধী দল গুলি এই প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।