আগেই ঘোষণা করা হয়েছিল বর্তমানে অনলাইনে পড়াশোনার জন্য ছাত্র ছাত্রীদের দেওয়া হবে ট্যাব। প্রাথমিক ভাবে সরাসরি ট্যাব কিংবা স্মার্টফোন ছাত্র দের দেওয়ার কথা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এত সংখ্যক ট্যাব একসাথে না পাওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় সরাসরি ছাত্র ছাত্রীদের ব্যাংকের একাউন্টে দেওয়া হবে টাকা। আর বৃহস্পতিবার থেকে শুরু হলো সেই টাকা দেওয়ার কাজ।
প্রাথমিক ভাবে ৯ লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে টাকা। প্রত্যেক পড়ুয়া পাবে ১০০০০ করে টাকা। প্রথমে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হবে এই টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পড়ুয়াদের একাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা।
আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান বৃহস্পতিবার থেকে পড়ুয়াদের একাউন্টে টাকা ফেলার পক্রিয়া শুরু হয়ে গেছে আগামী এক সপ্তাহের মধ্যেই তা ঢুকে যাবে। তার পর পড়ুয়ারা তাদের প্রয়োজন মিটিয়ে নিতে পারবে। এছাড়াও যাদের নাম আসেনি তাদেরকে সরাসরি নিজের স্কুলে আবেদন করতে বলা হয়েছে।
তিনি আরো বলেন বর্তমান সময়ে করোনা অতিমারীর কারণে এখন অনলাইনে ক্লাস হচ্ছে। কাজেই এই সময় স্মার্টফোন ছাড়া অনলাইন ক্লাস অসম্ভব। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকেই ট্যাব কিংবা স্মার্টফোন দেওয়া হবে যাতে তারা তাদের অনলাইনে পড়াশোনা আরো ভালোভাবে চালিয়ে যেতে পারে। এছাড়াও সবুজ সাথী প্রকল্পে আরো সাইকেল দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।