কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে তাদের বিরুদ্ধে দুর্দান্ত ভাবে টেস্ট সিরিজ জয় করে এসেছে টিম ইন্ডিয়া। তার পর থেকেই শুভেচ্ছায় ভেসে যাচ্ছে টিম। কে নেই সেই তালিকায়। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ সকলেই টিম ইন্ডিয়াকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এবার গুগল সিইও সুন্দর পিচাই ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য শুভেচছা বার্তা পাঠালেন টিম ইন্ডিয়াকে।
মঙ্গলবার অস্থায়ী ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের দুরন্ত নেতৃত্বে সিরিজ জয় করার পরই গুগল সিইও সুন্দর পিচাই টুইট করেন। টুইটে সুন্দর পিচাই লিখেছেন, “এটা অন্যতম সেরা টেস্ট জয়। অভিনন্দন টিম ইন্ডিয়া, দারুন খেলেছে অস্ট্রেলিয়া। দারুন সিরিজ।”
প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়ে একের পর এক সিনিয়র ক্রিকেটার চোটের কবলে পড়ে। এমনকি প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি কাটাতে দেশে ফিরে আসেন ক্যাপ্টেন কোহলিও। তার পর সিনিয়র ক্রিকেটার রা চোটের কারণে ছিটকে গেলে রীতিমতো জুনিয়র ও অনভিজ্ঞ প্লেয়ার দের নিয়েই ম্যাচ খেলে টিম ইন্ডিয়া। যেই টিমকে নেতৃত্ব দিয়েছে অজিঙ্ক রাহানে। আর এই অনভিজ্ঞ প্লেয়ারদের নিয়েও অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য সকলেরই মন জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।