এখন যেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন দলে যোগদান করার প্রতিযোগিতা চলছে। কেউ যাচ্ছে বিজেপিতে, কেউ যাচ্ছে তৃণমূলে। যশ সম্প্রতি যোগ দিয়েছে বিজেপিতে। তাঁর বিজেপিতে যোগদান নিয়ে নুসরত দিলীপ ঘোষকে আক্রমন করে বসলেন। অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না সঙ্গে তুলনা করা হল এই যশ-নুসরত জুটিকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যশ বিজেপিতে যোগদান করার পরপরই। তার বক্তব্য অনুযায়ী,” একই পরিবারের বিভিন্ন সদস্যরা কি রাজনীতির ক্ষেত্রে মত ভিন্ন হতে পারে না?” অর্থাৎ এই অভিনেতার কথা থেকে স্পষ্ট ভাবে বোঝা যায়, কোন যোগাযোগ নেই রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে। তাদের সঙ্গে অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্নার তুলনা করা হলে তিনি এই নিয়ে বলেন, অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না বিবাহিত আমাদের ক্ষেত্রে তেমন কোন ব্যাপার নেই, আমি-নুসরত বিবাহিত নই।
যেখানে অক্ষয় কুমার বিজেপি সমর্থক সেখানে টুইঙ্কেল খান্না বিজেপিকে আক্রমণ করতে ছাড়েন না। যদিও যশ বিজেপিতে যোগদান করায় নুসরত কোনো কথা বলেননি। যশ দাশগুপ্ত গত ১৭ ই ফেব্রুয়ারি বিজেপিতে যোগদান করেন। যোগদানের পর তিনি বলেন,” আমি বিজেপিতে যোগদান করেছি কিন্তু দিদি মমতা ব্যানার্জি-কে নিয়ে কিছু বলবো না। আমি আজও দিদির কাছে আশীর্বাদ নিয়েছি এই লড়াইয়ে এগিয়ে চলার জন্য।”