বাংলা খবর ডেস্ক: দিন কতক আগে নেপোটিজম নিয়ে নেট দুনিয়ায় সারা পড়লেও এখন তা ধামাচাপা পড়ে গিয়েছে। তবে সম্প্রতি করিনা কাপুর এই বিষয় নিয়ে দু-চার কথা খোলসা করলেন। তার কথা অনুযায়ী স্টারকিডদের কাছে অভিনয়জগতে দরজা খুব সহজে খুলে গেলেও তা টিকিয়ে রাখা কোনমতেই একটি সহজ কাজ নয়। নিজের বাবা-মার দৌলতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন এমন অনেকেই আছেন কিন্তু সেইভাবে সফলতা অর্জন করতে পারেনি তারা। তিনি কোন অভিনেতার নাম নেননি তবে তার স্পষ্ট কথায় তিনি এটাই বোঝাতে চেয়েছেন, অভিনয় জগতে টিকে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হয়।
View this post on Instagram
করিনা তার নিজের ক্যারিয়ার সম্বন্ধে বলতে গিয়ে বলেন এতগুলো বছরের অভিজ্ঞতায় একটা সময় তাকে মোটা বলা হত। যখন তিনি প্রথম ‘রিফিউজি’ ছবিতে অভিনয় করেন সেই ছবিতে তার অভিনয় প্রশংসিত হলেও অন্য কোন গ্লামারাস ছবিতে তাকে নেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে পরিচালকদের মধ্যে সন্দেহ ছিল। একটা সময় চেহারা নিয়ে তাকেও অনেক কথা শুনতে হয়েছে।
View this post on Instagram
তার অভিজ্ঞতার কথা থেকে উঠে এসেছে যে ‘চামেলি’ মুভিতে অভিনয় করার আগে প্রযোজকরা কাস্টিং এর সময় অনেক দোনামোনা করেছিলেন। যদি এই ছবিতে করিনা নিজেই অভিনয় করেছিলেন এবং তার মারকাটারি ফিগারের জন্য প্রশংসাও পেয়েছিলেন। তারপরে জিরো ফিগারে কনসেপ্ট আসে এবং করিনা জিরে ফিগার করার পর একের পর এক ছবি হিট করতে থাকেন। বর্তমানে করিনা প্রত্যেক ছবির জন্য ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পান।