প্রতিটি মানুষের জীবনে সুখে শান্তিতে বসবাস করতে আর এই সুখ শান্তি বজায় রাখার জন্য টাকার প্রয়োজন হয় তবে শুধু টাকা উপার্জন করলে তো হবে না তার সাথে তার সঞ্চয় করতে জানতে হবে যদি অর্থ উপার্জন করে বেরিয়ে যায় তাহলে সংসারে টানাপড়েন’ দেখা যাবে তবে অতীতে এত টাকা-পয়সা সঠিকভাবে সঞ্চয় করা যায় তার জন্য বিভিন্ন রকম কথা বলত বিভিন্ন লোকজন । কিন্তু এখন লোকজন টাকা খরচ করতে পারলেই বাঁচে ।
আমরা নিত্ত নতুন মানিব্যাগ বদলায় তবে আমাদের মনে রাখতে হবে এই মানিব্যাগের উপর নির্ভর করে অর্থভাগ্য।
অর্থ সঞ্চয়ের জন্য বেশ কিছু তথ্য আপনাদের জেনে রাখা উচিত

১) চাল- অপপ্রচারের খবর বন্ধ করার জন্য যথেষ্ট পরিমান ভূমিকা নাই আপনাকে খুঁজলে হবে এছাড়া তার মানিব্যাগ একটি কাগজে মনে রাখতে হবে এরপরে আপনার বাড়তি খরচ কমে যাবে আর্থিক সমৃদ্ধির ভরে যাবে
২) মা লক্ষ্মীর ছবি- হিন্দু শাস্ত্র অনুযায়ী মেধাসম্পদের দেরি হলে মানব কি আপনার মনকে মানাতে দেখতেছে বাড়িতে দেখবেন আপনার অর্থ উপার্জন বেড়ে যাবে
৩) আশীর্বাদী নোট- মা-বাবা গুরুজনদের আশীর্বাদ এর নোট জাফরান রং হলুদ মিশিয়ে নিতে মানিব্যাগে রেখে দিনের বলে আপনার আর্থিক সমৃদ্ধির বৃদ্ধি পাবে এবং আপনি আপনার টাকা পয়সা সুরক্ষিতভাবে রাখতে পারবে শুধু তাই না বিভিন্ন বিপদ থেকে আপনাকে রক্ষা করবে
৪) অশ্বত্থ পাতা-হিন্দু মত অনুযায়ী অশ্বত্থ পাতা সবসময় শুভ লক্ষণ এর প্রতীক ।একটা অশ্বত্থ পাতা ধুয়ে জলের মধ্যে থেকে তুলে রেখে দিন এরপর দেখবেন আপনার আর্থিক সমৃদ্ধি বৃত্তি পাবে ।