



বাংলা খবর ডেস্ক: লকডাউন এর জেরে কাজ হারিয়েছে বহু মানুষ আর তার মধ্যে স্বস্তির খবর দিল রাজ্য সরকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর অষ্টম শ্রেণী পাশ করলে মিলবে রাজ্য পুলিশের চাকরি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনের ক্রিয়া-কলাপ 25 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে শূন্য পদে রাজ্য পুলিশের গাড়ি চালক পদে নিয়োগ করা হবে ।।




ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করলেই রাজ্য পুলিশের চাকরি, চলতি মাসের ২৫ জানুয়ারির মধ্য এই শূন্যপদে আবেদন করতে পারবেন, এই পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে ,রাজ্য পুলিশের এই পদের জন্য প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা বেতন পাবেন ।। জেনে নিন আবেদন পদ্ধতি (কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন )




শিক্ষাগত যোগ্যতা- কেবল মাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকলেই এই পদের জন্য আপনি আবেদন করতে ।




আবেদনপত্রের শেষ দিন- চলতি মাসের 25 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে ফর্ম জমা দিতে হবে সময় বাড়বে কিনা তা ঠিক এখনো জানা যায়নি ।




বয়সসীমা- 31 ডিসেম্বর 2020 অনুযায়ী আপনার বয়স 40 বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন ।




বেতন- রাজ্য পুলিশের এই পদের জন্য প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।




আবেদনের পদ্ধতি- রাজ্য পুলিশের এই পদে আবেদনের জন্য অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো, ওয়েস্ট বেঙ্গল, ব্লক-ডিজে, সেক্টর-২, সল্টলেক সিটি, এই ঠিকানায় আগ্রহীরা আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতাও জমা দিতে হবে।




তাহলে আর দেরি করবেন না তাড়াতাড়ি ফরম ফিলাপ করে ফেলুন এবং চাকরি পাওয়ার অপেক্ষায় থাকুন ।।