কলকাতাহান্ট.কম : রিল লাইফে তানিষ্কের বিজ্ঞাপন নিয়ে ধর্মের ভেদাভেদ যখন তুঙ্গে, ঠিক তখনই রিয়েল লাইফে সাম্প্রদায়িক সমন্বয়ের নজির গড়লেন এক হিন্দু-মুসলিম দম্পতি।








ধর্মের বিপদের কারণ এই শিল্প সত্তাকে মেরে ফেলা হচ্ছে এমনটাই জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার নিরপেক্ষ দল আবার অনেক বুদ্ধিজীবীরা কটাক্ষ করে বলেছেন যে ওরা এটা করে দেখাও তো তাহলে ভাববো আমাদের ক্ষমতা আছে ধর্মের বেড়াজাল এড়াতে পারল নাতানিষ্কের বিজ্ঞাপন। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সময় যে এমন ঘটনা এ দেশেই ঘটতে পারে, তা দেখিয়ে দিল এক হিন্দু-মুসলিম দম্পতি।








Meri godbharai.. socha share kar dun.. and before crying out love jihad, lets learn about special marriage act.. pic.twitter.com/BUykrCriaC
— rasika agashe (@rasikaagashe) October 14, 2020
আরও পড়ুনঃ এবছর ভার্চুয়াল ভাবেই উদ্বোধন করা হবে পুজো, জানালেন মুখ্যমন্ত্রী








বহু সমালোচনা হয়েছে বিজ্ঞাপনটি নিয়ে সেই নিয়ে বিজ্ঞাপন তুলে নিয়ে ক্ষমা চেয়েছেতানিষ্ক। তানিষ্কের শোরুমে হামলা করা হয়েছে এই ঘটনা কতটা গুরুত্বহীন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল অভিনেতা পরিচালক রাসিকা এবং অভিনেতা মোহাম্মদ আইয়ুব।








আরও পড়ুনঃ Online-এ PVC Aadhaar Card-এর জন্য কিভাবে আবেদন করবেন , এখুনি জেনে নিন




তানিষ্কের ঘটনা ঘটার পরে সোশ্যাল মিডিয়াতে নিজের সাধের ছবি তুলে ধরলেন রাসিকা । হিন্দু ধর্ম অবলম্বন করেই পালন করা হচ্ছে তার সাধ । অনুষ্ঠান চলাকালীন দুই ধর্মের মানুষ তাদের বাড়িতে উপস্থিত ছিল । ছবিটি শেয়ার করার পরে ক্যাপশন হিসেবে লেখেন, ” আজ আমার সাধ তাই ভাবলাম আপনাদের সাথে বলেই ফেলি স্পেশাল ম্যারেজ আইন নিয়ে অবগত হন। “



