নতুন বছরে কি এক নতুন জুটিক দেখতে চলেছে টলিউড? নুসরাত ও যশের জুটিকে নিয়ে সন্দেহের দানা বাঁধছে সবার মনে। তবে এখনো পর্যন্ত প্রকাশ্যে কিছুই খোলসা করেননি তারা। তবে একসাথে স্টেজ শো বা অন্যান্য কাজকর্ম সবকিছুরই প্রমাণ দিচ্ছে যে রিল লাইফ থেকে হয়তো রিয়েল লাইফেও তাদের মধ্য কেমিস্ট্রি জমছে। ২০২১ এর বিধানসভা ভোটের আগে এইসব কিছু নিয়ে আলোচনায় জড়াতে চাচ্ছেন না নুসরাত। কারণ তিনি বসিরহাটের সাংসদ। তার ব্যক্তিগত জীবন তার রাজনৈতিক ক্যারিয়ার কে ক্ষতি করতে পারে এই ভেবেই হয়তো সবটা চেপে যাচ্ছেন তারা।
তবে তাদেরকে একসাথে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। শোনা যাচ্ছে ‘এস ও এস কলকাতা’ এর শুটিং থেকেই তাদের রিল লাইফের কেমিস্ট্রি রিয়েল লাইফ এ পরিণত হয়েছে। তারপর দুজনের একসাথে ছুটি কাটাতে যাওয়ার খবর এই সন্দেহকে আরও পাকাপোক্ত করে দিয়েছে। যদিও নুসরাতের মতো কোনো চেকিং করেননি যশ। তবে অংকটা মেলাতে কোন অসুবিধা হচ্ছে না। ইনস্টাগ্রামে নুসরাতের বিভিন্ন পোস্ট দেখে বোঝা যাচ্ছে যে তিনিও রাজস্থানে।
তবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর এড়ায়নি যশ এবং নুসরাত এর পিডিএ। সোশ্যালে একটি ইংলিশ গানের লাইন শেয়ার করে তারা নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদান করেছে, ‘ইফ ইয়োর উইংস আর ব্রোকেন’ গানটির লাইন শেয়ার করে যশ বুঝিয়েছেন নুসরত তাঁকে সব পরিস্থিতিতে পাশে পাবেন। অন্যদিকে নায়িকা বলেছেন, যদি তুমি আমার সাথে স্বর্গে না যেতে পারো, তবে আমি তোমার সাথে নরকে যেতেও রাজি। এবং এই ঘটনার মধ্যে অন্য গন্ধ খুঁজে পাচ্ছেন নুসরতের বোনুয়া নামে পরিচিত বেস্টফ্রেন্ড মিমি চক্রবর্তী। নুসরাত অবশ্য বলেছেন তিনি এবং যশ ‘ম্যাচ মেড ইন হেল’। প্রসঙ্গত উল্লেখ্য, ৮ই জানুয়ারি নুসরতের জন্মদিন। তবে কি জন্মদিনে আরো কাছাকাছি আসতে চলেছেন এই পাওয়ার কাপল এবং পরিণতি পেতে চলেছে তাদের সম্পর্ক?