বাংলা খবর ডেস্ক: ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস কমলো। প্রায় ৩০-৩৫% সিলেবাস কমানো হয়েছে। বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথা ঘোষণা করেছেন। করোনার জন্য গত ৮ মাস ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় । অনলাইনে কিছু কিছু পঠন-পাঠন চলছে। যদিও তাতে বহু ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে বলে অভিযোগ। সিলেবাস শেষ করা কার্যত অসম্ভব বলে জানিয়েছিলেন শিক্ষক শিক্ষিকারা। এই পরিস্থিতিতে দশম দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।
এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ,উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও সিলেবাস কমিটি একযোগে সিলেবাস কমানোর জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠায়।সেই প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য সরকার জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
পাঠ্যের কোন অংশ সিলেবাস থেকে বাদ দেওয়া হল তা মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়ারা জানতে পারবেন বলে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন