







বাংলা খবর ডেস্ক: ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের। আর সেই সম্পর্কের গভীরতা অনেক বেশি। আইপিএলে খেলেছেন তিনি। এখানে বউ সিরিজে তিনি ধারা ভাষ্যকার ছিলেন। তাছাড়া তিনি প্রায়ই ভারতে আসতেন। টিম ইন্ডিয়া তে যেসব ক্রিকেটাররা ছিল তাদের বেশিরভাগই সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। এর থেকে আমরা কেভিন পিটারসেনের ভারত প্রেমের কথা জানতে পারি। সম্প্রতি ভারত দক্ষিণ আফ্রিকাকে কোভিড ১৯-এর ভ্যাকসিন দিতে রাজি হয়েছে। এই উদ্যোগ দেখে কেভিন ভারতকে সাধুবাদ জানিয়েছে। তিনি টুইটারে লিখেছেন যে,”ভারতের উদারতা ও সহমর্মিতা দিনের পর দিন আরও বাড়ছে”।




পিএম মোদির নজর এড়াতে পারেনি সেই কেভিন পিটারসেনের টুইট। এরপর তিনি ইংল্যান্ডে র প্রাক্তন ব্যাটসম্যান কি লিখলেন যে,”ভারতের প্রতি তোমার স্নেহ ভালোবাসা দেখে আমি আপ্লুত”। আমরা সকলে মনে করি গোটা পৃথিবীটা হলো আমাদের পরিবার।আমরা এই করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চেয়েছি প্রথম থেকেই। এর আগে আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর একটি ফ্লাইটে ছবিও পোস্ট করেছিলেন। তিনি যে ফ্লাইটটির ফটো পাঠিয়েছিলেন সেটি ছিল দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া ভ্যাকসিনের ফ্লাইট। কেভিন পিটারসেন সাধারণত দক্ষিণ আফ্রিকার মানুষ। কিন্তু তারপর তার পরিবার ইংল্যান্ডে চলে যায়।



