কলকাতা হান্ট ডেস্ক: দেশের মোট 53 টি বড় শহর সমীক্ষা করার পর জানা গেছে কলকাতা সব থেকে নিরাপদ শহর। দেশের অন্যান্য সব বড় বড় শহর গুলির পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যার চেয়ে কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা অনেক কম।
আরও পড়ুনঃ খুব শীঘ্রই শুরু হচ্ছে মেট্রো ব্যাবস্থা! জেনে নিন কবে থেকে?
দেশের মোট 53 টি বড় বড় শহরের উপর সমীক্ষা চালানোর পর জানা গেছে কলকাতায় প্রথম দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা সব থেকে কম এই রিপোর্ট পেশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো।
আরও পড়ুনঃ ৯৪তম জন্মবার্ষিকীতে, আজও মানুষের মনে মহানায়ক
এই সমীক্ষার মধ্যে দেখা গেছে দিল্লিতে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এক লক্ষে প্রায় 27.7 জন , সেখানে মুম্বাইতে প্রতি এক লক্ষে প্রায় 50.2 জন। কিন্তু সেই হিসেবে কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা প্রতি এক লক্ষে 2.3 জন।
Get all the Latest Bengali News KolkataHunt.Com. catch out all Bangla Khobor here, follow us on Twitter and Facebook, Instagram