বাংলা খবর ডেস্ক: মহাজ্ঞানী চানক্য ছিলেন অসাধারণ কূটনীতি অর্থনীতি, রণনীতি সহ আরও বেশ কিছু বিষয়ের পন্ডিত। তিনি তার জীবদ্দশায় অনেক উত্থান পতন দেখেছেন।তাকেও জীবনের এক মুহুর্ত কাটাতে হয়েছে চরম দুর্বি। তাই দুঃসময়ের মধ্য কিভাবে ধৈর্য ধরে রাখবেন এবং সেই পরিস্থিতি থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন সে বিষয়েও তিনি দিশা দিয়ে গেছেন মানুষকে। তার বাণী অাজও প্রত্যেক মানুষের জীনুষই জীবনে কিছু না কিছু সমস্যায় পরে যান। এবং সেই সময় মানুষের একটা চিন্তা থাকে দেশে সেই সমস্যা থেকে কিভাবে মুক্ত পাবে এই সময় চাণক্যের উপদেশ গুলি একবার দেখে নওয়া যায়।
বিপদের সময় সাহস ধরে রাখার পরামর্শ দিচ্ছেন চাণক্য। তার মতে সব মানুষের জীবনে একটা খারাপ সময় আসে কিন্তু খারাপ সময় যে ব্যক্তি সাহস নিয়ে উঠে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করে মানুষ তাকেই চেনে।
শত্রু যখন যুদ্ধে সক্রিয় হয়েছে তখন নিজের অবস্থা খারাপ থাকলেও ঠান্ডা মাথায় কাজ নিতে হবে। মনোযোগের সঙ্গে নিজেকে সাজাতে হবে। ক্রিয়ার বীপ বিপরীতে প্রতিক্রিয়ার দেখালে সেটা ভুল হবে। আসল কথাটি হলো সঠিক সময়ে সঠিক কাজ।
অনেক সময় কোন ক্ষতিকারক ব্যক্তি সম্পর্কে আমাদের আগে থেকে ধারণা থাকে না। আমরা আপাতভাবে লোকটিকে ভালো মনে করি, তাই ভুল ধারনা তৈরি হয়ে যায়। কাজের ক্ষেত্রে বা অন্য কোন দরকারে সম্পর্ক তৈরি করতে হলে সেই ব্যক্তি সম্পর্কে আগের থেকে ভালোভাবে জানুন বুঝুন তারপর সম্পর্কে জান।
সম্পর্ক ভালো হোক কিংবা খারাপ পরিশ্রম সব সময় চালিয়ে যেতে হবে। এমনটাই বলেছেন চাণক্য। পরিশ্রমের মধ্যে দিয়েই আমরা সমস্ত কিছু অর্জন করি আমাদের জীবনে। আজকের কাজ করুন কালের জন্য ফেলে রাখবেন না।