রান্নাঘরকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। রান্নাঘরের সবথেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস হল গ্যাস ওভেন। তবে অনেকেই এই গ্যাস ওভেনকে সুন্দর করে গুছিয়ে রাখতে ভুলে যান। সঠিক ভাবে পরিষ্কার করতে পারেন না।
গ্যাস পরিষ্কার করার কয়েকটি ঘরোয়া উপায়
১. গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস ফেলে দিন, আর তার সাথে যোগ করুন দু চামচ বেকিং সোডা। এরপর তার মধ্যে এক ঘন্টা গ্যাস বার্নার দুটো চুবিয়ে রেখে দিন। এরপর একটা ব্রাশে একটু ডিটারজেন্ট দিয়ে ভালো মতো ঘষে নিন। গ্যাস বার্নার একেবারে চকচক করবে। পুরো নতুনের মত লাগবে।
২. গরম জলে তেতুল দিন অল্প, তার সাথে দিন অল্প ডিটারজেন্ট। তারপর সেই জলের ভিতর গ্যাস বার্নার দুটো চুবিয়ে রাখুন।এইরকম ভাবে ওই গ্যাস বার্নার দুটি এক ঘন্টার চুবিয়ে রাখার পর একটা ব্রাশ দিয়ে ভালোমতো ঘষে নিন। আর তারপরেই দেখবেন চকচক করছে ওই গ্যাস বানার।
৩. হারপিক দিয়ে ও পরিষ্কার করা হয়। ঘরের মধ্যে যদি লেবু ভিনিগার বা তেতুল কোনটাই না থাকে তাহলে হারপিক দিয়ে গ্যাস বার্নার পরিষ্কার করা যায়। একটা পাএ গ্যাস বার্নার দুটি নিন, তারপর ওই বার্নার দুটির উপর হারপিক ফেলে দিন। এরপর ব্রাশ দিয়ে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে গ্যাস বার্নার।
৪. গরম জলে ইনো আর অল্প ডিটারজেন্ট দিন। এরমধ্যে গ্যাস বার্নার দুটি আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর দুটি গ্যাস বার্নার তুলে লেবুর খোসা আর নুন দিয়ে ঘষতে থাকুন, দেখবেন বার্নারের ময়লা গুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর আপনার বার্নার চকচক করছে।
৫. গরম জলের কয়েক ফোঁটা ভিনেগার দিয়ে তারমধ্যে গ্যাস বার্নার দুটি চুবিয়ে রাখুন। তারপর ব্রাশে একটু ডিটারজেন্ট নিয়ে গ্যাস বার্নার দুটি ঘষুন। এরপর ধুয়ে ফেলুন। দেখবেন আপনার বার্নার চকচক করবে।