



বাংলা খবর ডেস্ক: আপনি কি জানেন চুমু খাওয়াতেও রয়েছে বহু গুনাগুন ? একটা চুমুও হয়ে উঠতে পারে ঔষধ! জেনে নিন চুমুর গুন সম্পর্কে।




১. চুমু খেলে ইমিউনিটি বাড়ে। চুমু খাওয়ার সময় পরস্পরের লালা মিশে যায়। যখন পার্টনারের মুখের লালার সঙ্গে আপনার মুখের লালা মিশে যায় তখন আপনার শরীর নতুন ধরনের ব্যাকটেরিয়ার সঙ্গে পরিচিত হয়।কাজেই স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা ও বৃদ্ধি পায়।




২. চুমু খেলে মুখের পেশি শক্ত থাকে। একমাত্র চুম্বনের সময় আপনার মুখের ৩০টি পেশী সচল হয়ে উঠে যা আপনার মুখমন্ডলের পেশিকে শক্ত রাখতে সাহায্য করে।




৩.চুমু খেলে মুখে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে কোলাজেন উৎপাদন ও বাড়ে। এতে আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে দ্রুত। এছাড়া আপনি যদি টানা ৫ মিনিট চুমু খান তবে আপনার গালের ফোলা ভাব কমবে ও ক্যালোরিও বার্ন হবে দ্রুত।




৪.চুমু খাওয়ার সময় মস্তিষ্কের কর্টিসলের মাত্রা কমে যায়। তাই আপনি যখন মানসিক অশান্তিতে ভুগবেন তখন বিনা দ্বিধায় এঁকে অপরকে চুম্বন দিন।




৫.দিন দিন কাজের চাপ বাড়ছে। ফলে ফিকে হয়ে যাচ্ছে বৈবাহিক জীবন! এক্ষেত্রে চুমু অব্যর্থ ওষুধ। একটা চুমু আপনার জীবনে রসবোধ যেমন আনবে এমন উদ্দ্বেগ ও হতাশা ও কমাতে সাহায্য করবে।



