বাংলা খবর ডেস্ক: শেষমেষ করোনা ভ্যাকসিন নিয়ে দেশের মুখ্যমন্ত্রী দের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার হবে সেই বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক আয়োজন করতে চলেছে নরেন্দ্র মোদি আর নবান্ন থেকেই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন – লকডাউনের পর এবার শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা বাড়তে চলেছে
গতকাল এই ভার্চুয়াল মিটিং-এর জন্য বাঁকুড়াতে কর্মসূচি বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী তাছাড়া আজকে তিনি বাঁকুড়াতে দুটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন একটি হল প্রশাসনিক বৈঠক আর অপরটি হল প্রশাসনিক সভা এই দুটি কাজে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করতে চলেছেন সেই কারণেই বাঁকুড়ার কর্মসূচিতে কাটছাঁট করলেন।
আরও পড়ুন – স্বাস্থ্যবিধি মেনেই এবার অনুষ্ঠান হবে খোলা মঞ্চে, অনুমতি দিল রাজ্য সরকার
প্রসঙ্গত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রক্তের হর্ষবর্ধন কদিন আগেই জানান যে আগামী বছরের গোড়ার দিকে ভারতে করোনা ভ্যাকসিন চলে আসবে অর্থাৎ আগামী বছর জুন-জুলাই মাসের মধ্যে প্রায় 25 কোটি ভ্যাকসিন ভারত বানাবে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 90 লক্ষ শীর্ষে আছে আমেরিকা আর দ্বিতীয় স্থানে ভারত যেটি মোটেও ভালো লক্ষণ নয়।
আরও পড়ুন – ভোটের আগে বাড়িতে বসেই রঙিন Voter ID আবেদন করুন, জেনে নিন পদ্ধতি
দেশে দেশে এখনও অবধি করণায় মৃত্যুর সংখ্যা দেড় লক্ষ ছুঁই ছুঁই। তাছাড়া অসুস্থ হয়েছেন 95 লক্ষের বেশি মানুষ অর্থাৎ মৃত্যুর থেকে সুস্থের হার অনেক বেশি। অন্যদিকে, মোট ৪ লাখ ৫২ হাজার ৭৭০ জন করোনা আক্রান্ত নিয়ে দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।