বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার জীবনে আসছে নতুন অতিথি! এদিন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে অনুষ্কার বেবি বাম্প-এর ছবি পোস্ট করে বিরাট নিজেই এই সুখবর দিয়েছেন।
বহু দিন ধরেই জল্পনা চলছিল। একের পর এক নকল ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবারে ব্যাপারটা একেবারেই সত্যি। আইপিএল শুরুর আগে কোহলি এই সুখবর জানালেন ভক্তদের।
২০১৭-র ডিসেম্বরে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাঁদের প্রেম, রোমান্স, বিয়ে, দাম্পত্য সবই স্পটলাইট সবই স্পটলাইটের নীচে ছিল। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই অনুষ্কার গর্ভবতী হওয়ার জল্পনা শুরু হয়ে যায়। বহু বার তাদেরকে সামনে এসে এই সব ফেক নিউজের মোকাবিলা করতে হয়েছে। এক সাক্ষাৎকারে অনুষ্কা বিরক্ত হয়ে বলেছিলেন, সন্তানের মা হওয়াটা গর্বের। এমন খবর তিনি বা বিরাট কেউই লুকিয়ে রাখবেন না। বরং সত্যিই তাদের জীবনে নতুন অতিথি এলে তারা আনন্দের সঙ্গে সে খবর প্রচার করবেন। সেই মতই কথা রাখলেন তারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথে আসছে বহু শুভেচ্ছা বার্তা।