



বাংলা খবর ডেস্ক: সইফ করিনা পুত্র তৈমুর ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে। সকলের মনে জায়গা করে নিয়েছে একরত্তি তৈমুর । এমনকি হাজার হাজার পুরুষের মনে ঠুনকা লাগানো নোরা ফতেহি পর্যন্ত হাবুডুবু খাচ্ছে তৈমুরের প্রেমে। এমনকি নোরা তৈমুরকে বিয়েও করতে চান বলে অকপটে স্বীকার করেন।




বিগত কয়েক দিন ধরেই পারফেক্ট নাচ ও পারফেক্ট মুভসের জন্য জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে আরবী কন্যা নোরা ফতেহির নাম। নোরার তৈমুরকে নিয়ে এরূপ মন্তব্য শুনে অবাক করিনা। কোথায় নোরা আর কোথায় তৈমুর, বিষয়টা কেমন হলো!




আসলে ব্যাপারটা হলো, কিছুদিন আগেই করিনা নিজের জীবন, ভালোলাগা, প্রেম নিয়ে খোলামেলা আড্ডায় মেতে ছিলেন নোরার সঙ্গে। আর সেখানেই নোরা তৈমুরের প্রেমে পড়েছেন তাকে বিয়ে করতে চান বলে স্বীকার করেন।নোরার এই দাবি শুনে কয়েক সেকেন্ডের জন্য চুপ করে থাকার পর করিনা হেসে বলেন অনেকটা সময় অপেক্ষা করতে হবে। আর তাতেও রাজিও হয়ে যায় নোরা। আর তৈমুরকে বিয়ে করতে চেয়ে করিনার কাছে নোরার আবেদনের এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।



