



বাংলা খবর ডেস্ক: বিগত কয়েক মাস করোনা আবহাওয়ার জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল। শুধু পণ্যবাহি ট্রেট গুলির চলাচল ছিল।আবার সব স্বাভাবিক হলে বেশ কিছু রুটে চালু হয়েছে ট্রেন চলাচল। বেশ জোরকদমে কাজ শুরু হয়েছে পরিষেবা চালু রাখার জন্য। ইতিমধ্যে আজ থেকেই কয়েকটি রুটে ভাড়া বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।




রেলের নতুন গাইডলাইন অনুযায়ী যাত্রীর রিজার্ভেশন ছাড়া ট্রেনে যাত্রা করা যাবে না। ভীষন কড়াকড় করা হয়েছে বলেই জানা গেছে। তবে এখন রিজার্ভেশন করা যাবে টিকিট কাউন্টার থেকে। তবে সেক্ষেত্রে সঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে হবে। কিন্তু এই করোনা আবহাওয়ায় অনলাইনে রিজার্ভেশন নেওয়া ভালো বলেই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।




এখনো পর্যন্ত যে রেলের ভাড়া বাড়ানো হয়েছে-




ময়লানি জংশন থেকে লখিমপুরে পর্যন্ত পূর্বে ভাড়া ছিল ৪০ টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়।
ময়লানি জংশন থেকে হরগাঁও পর্যন্ত পূর্বে ভাড়া ছিল ৪৫ টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়।
ময়লানি জংশন থেকে সীতাপুর পর্যন্ত পূর্বে ভাড়া ছিল ৫৫ টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়।




এছাড়াও অতিরিক্ত রিজার্ভেশনের জন্য বাড়ানো হবে ১৫টাকা করে। এবং কয়েকদিনের মধ্যেই চালু হবে জম্মু-কাশ্মীর , উধমপুরের জন্য রেল পরিষেবা। এবং রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে চালু হয়ে গেলে পাটনা, দুর্গ, বারাণসী, আজমের ও দিল্লির যাত্রীরা সর্বাধিক সুবিধা পাবে।