নতুন বছরে নতুন গল্প উঠেছে টলিউড থেকে নতুন বছরের বড় পর্দা কাঁপাতে আসছেন জনস্রোত যশ ও নুসরাত ও নুসরাত এর মধ্যে নিজেদের মধ্যে তাদের অনস্ক্রীন নিয়ম বেশ আলোচনা জমে উঠেছে নতুন বছর এই সময় কাটাচ্ছেন রাজস্থানে নুসরাত মিমি ফটো শেয়ার করেন নি দুজনে একসাথে যদিও কোনো ফটো শেয়ার করেন নি তাদের কাছে স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে তাদের সম্পর্কের বিষয়টা
সম্প্রতি নুসরত একটি ছবি পোস্ট করেছেন তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন “sometimes the wrong choice, place you to the right place।” অর্থাৎ কখনো কখনো ভুল চয়ন সঠিক রাস্তা দেখিয়ে দেয়। তাহলে কি নায়িকা তাঁর বৈবাহিক জীবনকে ভুল বলছেন? আবার কি নতুন করে প্রেমে পড়লেন সাংসদ অভিনেত্রী? জল্পনা বেড়েই চলেছে। এদিকে নুসরত নায়িকা হওয়ার পাশাপাশি তৃণমূলের সাংসদও বটে।
শোনা যাচ্ছে ‘এসওএস কলকাতা’র শ্যুটিং থেকেই অনস্ক্রিন নায়কের প্রেমে পড়েন নুসরত। সম্প্রতি নুসরতের একটি পোস্টে যশ কমেন্ট করে লিখেছেন, ‘ইফ ইওর উইংস আর ব্রোকেন’ অর্থাৎ ‘তুমি ডানা না মেলতে পারলে আমারটা নিতে পারো।’ পাশাপাশি নুসরত পাল্টা কমেন্ট করে লেখেন, ‘তুমি যদিও স্বর্গ খুঁজে না পাও। আমি তোমার সঙ্গে নরক অবধিও যেতে প্রস্তুত।’ তাহলে কি এভাবেই নিয়ম না মানার গল্প শুরু করতে চান অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান?