



বাংলা খবর ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই ফের রান্নার গ্যাস এর দাম এমনিতেই এলপিজি গ্যাসের দাম ক্রমাগত বেড়েই চলেছে সাধারন মানুষের কেনার বাইরে হতে চলেছে কিছুদিনের মধ্যে । নতুন বছর টা এমন অবস্থা শুরু হল তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে মধ্যবিত্ত লোকেরা ডিসেম্বর মাসে রান্নার গ্যাসের দাম প্রায় 100 টাকা বৃদ্ধি করা হয়েছিল অন্যদিকে 14.2 কিলো ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের নাম বদলানো হয়নি ।




রাজধানী দিল্লিতে 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1335 টাকা থেকে বেড়ে হয়েছে 1365 টাকা ।গত বছর ডিসেম্বরে দাম ছিল 1332 টাকা আরে বছরের শুরুতেই 17 টাকা বৃদ্ধি পেয়ে গেল দাম তবে 14.2 কিলো গ্যাস সিলিন্ডারের দাম একই রয়েছে ।




ডিসেম্বর মাসে দুবার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে আর এক মাসের মধ্যেই 100 টাকা বৃদ্ধি পেয়েছে গ্যাসের মূল্য । দিল্লিতে 14.2 কিলো গ্যাসের ভর্তুকি দাম 694 টাকা কলকাতায় 19 কেজি এলপিজি গ্যাসের দাম 1387.50 থেকে বৃদ্ধি পেয়ে 1410 টাকা হয়েছে 14.2 কিলো গ্যাসের দাম 720 টাকা 50 পয়সা আর মুম্বাইতে 19 কিলো সিলিন্ডারের দাম 1297 টাকা যা ছিল 1280 টাকা আর ভর্তুকিহীন গ্যাস 694 টাকায় রয়েছে ।



