



ভারত জনসংখ্যার দিক থেকে একটি বৃহত্তম দেশ। প্রচুর মানুষের বসবাস ভারতে। আর সেই কারণেই অন্যান্য দেশের থেকে ভারতে বেকারত্বের সংখ্যা অনেকটাই বেশী। আর সেই আগুনেই ঘি ঢেলেছে করোনা ভাইরাস এসে। করোনা অতিমারীর জেরে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রায় প্রতিদিন ই চাকরি থেকে ছাটাই হচ্ছেন বহু কর্মী। যার ফলে আরো বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের সংখ্যা। কিভাবে জীবন যাপন করবেন সেটাই ভেবে উঠতে পারছেন না অনেকে। আর ঠিক এই পরিস্থিতিতে ইউকো ব্যাংক একটি কর্মী নিয়োগের বড়সড় বিজ্ঞপ্তি জারি করলো।




যে পদ গুলির জন্য বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে সেগুলি হলো,




১)সিকিউরিটি অফিসার । শূন্যপদ নয়টি । পাঁচ থেকে আট বছরের অভিজ্ঞতা থাকা দরকার ।
২)ইঞ্জিনিয়ার জিএমজিএস । শূন্যপদ আটটি । তার মধ্যে সিভিল এর চারটি ,ইলেকট্রিক্যালে দুটি এবং আরকিটেক এর জন্য দুটি।




৩)ইকোনমিস্ট এমএমজিএস । শূন্য পদ দুটি এবং সাথে দু বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
৪)স্টাটিস্টিক এমজিএস । শূন্য পদ দুটি ।




৫)আইটি অফিসার জিএমজিএস । শূন্যপদ কুড়িটি । এ ক্ষেত্রে কম্পিউটার সাইন্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক এবং এমএসসি করে থাকলেই মিলবে চাকরি।
৬)চার্টার্ড একাউন্টেন্ট । শূন্যপদ ২৫ টি।




৭)চাটার একাউন্ট সিএসএস। শূন্যপদ পঁচিশটি তবে তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার।




এই পদ গুলিতে আবেদনের শেষ তারিখ ১৭ ই নভেম্বর। এই পদ গুলিতে আবেদনের জন্য বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এবং স্নাতক হতে হবে আবেদনকারীকে। পদ অনুযায়ী বেতন ২৩০০০ থেকে ৩০০০০ পর্যন্ত হবে। এছাড়াও বিস্তারিত ভাবে জানতে হলে ইউকো ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট https://www.ucobank.com থেকে সম্পূর্ণ তথ্য দেখে আস্তে পারবেন। জানানো হয়েছে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।



