one-more-died-due-to-corona-in-belghoria
one-more-died-due-to-corona-in-belghoria
Advertisement

কলকাতা হান্ট ডেস্ক : করোনার জেরে রাজ্যে আবারও এক মৃত্যু । মৃতের সংখ্যা বেড়ে হলো ৬ । বেলঘড়িয়ার বাসিন্দা ৫৭ বছর বয়সী ফাস্টফুট বিক্রেতা করোনার কারণে প্রাণ হারালেন আজ সকালেই।

গত কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এবং গত ২৬ মার্চ বেলঘড়িয়ার জেনিথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপর সেখানে পরীক্ষার পর জানা যায় তাঁর কিডনিতে সমস্যা ছিল। ডায়ালসিস ও চলছিলো তার। যে কারণে দোকান এ যাননি এর জন্য ডাক্তারও সংক্রমণের আসা না করেই চিকিৎসা শুরু করে।

এরপরেই শুরু শ্বাসকষ্ট ও জ্বর , এবং সন্দেহ বশত তার স্যাম্পেল পাঠানো হয় টেস্টের জন্য। এবং এতে ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত। এরপর তাকে সহ তার সংস্পর্শে আসা ডাক্তারদের কোয়ারেন্টাইন এ রাখা হয়। এবং শুধু তারাই নয় অসুস্থের পরিবারকেও কোয়ারেন্টাইন এ রাখা হয়।

সাস্থ দপ্তরের নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসা ও করা হচ্ছিলো। কিন্তু শেষ রক্ষা আর হলোনা। আজ সকালেই প্রায় ৯ টার সময় প্রাণ হারালেন তিনি। বর্তমানে সরকারি নিয়ম মেনে তার মৃতদেহ কে জীবাণুমুক্ত করেই সতকারের ব্যবস্থা ও করা হবে।