সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল তাঁর ছবি আইপিএলের নিলামের পর পরই। নিলামের দিন তিনি ছিলেন হায়দ্রাবাদের টেবিলে। তাঁকে কয়েক ঝলক দেখতে পাওয়ার পরই অনেকেরই ক্রাশ হয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল তাকে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন,কে তিনি? তাকে কেন হঠাৎ করে দেখা গেল আইপিএলের নিলামে?
শেষ পর্যন্ত পরিচয় পাওয়া গেলো অনেক খোঁজাখুঁজির পর। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিলাম এসেছিলেন তিনি। এই মেয়েটির মন কেড়েছে নেটিজেনদের। কিন্তু ক্রিকেটের সঙ্গে তাঁর কিভাবে যোগাযোগ তা কেউ ধরতে পারছিলেন না। অনেকেই সেই নাম-না-জানা নারীর রূপের মোহে পাগল হয়ে পড়েছেন।
আসলে তিনি হলেন Kaviya Maran, সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কলানিথী মারানের মেয়ে। তিনি ভিভিএস লাক্সমান এর ঠিক পাশেই বসেছিলেন। দলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন ছিলেন। প্রসঙ্গত, এর আগেও কিন্তু তাকে অনেকবার মাঠে দেখা গিয়েছে, কিন্তু তাকে নিয়ে তখন এত উৎসাহ বেশি ছিল না।