



বাংলা খবর ডেস্ক: বলিউডে অভিনয়ের জন্য তো বটেই , এছাড়া লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য শিরোনামে উঠে এসেছিল যার নাম তিনি হলেন সনু সুদ। তবে এবার বিতর্কে নাম জোড়ালো সনু সুদের। সনু সুদের বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। বিএমসির অভিযোগ, কোনো প্রশাসনের অনুমতি ছাড়াই জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে হোটেলে পাল্টে ফেলেছেন সনু সুদ।




অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সনু সুদ। সনু সুদ জানিয়েছেন, তার কাছে সমস্ত অনুমতি পত্র রয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্র জোন ম্যানেজমেন্ট অথরিটির ছাড়পত্রের জন্য অপেক্ষা করছেন তিনি। হোটেলটি করোনা যোদ্ধাদের জন্য ব্যবহার করা হয়েছে। যদি অনুমতি না পান তাহলে এটি ফের আবাসনে বদলে দিতে তিনি রাজি।




অভিযোগ পত্র লেখা আছে, অনুমতি না নিয়ে আবাসন থেকে ওই বিল্ডিংকে আবাসিক হোটেলে রূপান্তরিত করে ফেলেছেন,নোটিশ জারি করার পরেও কাজ বন্ধ করেননি সোনু। পুরসভা সূত্রে খবর, গত বছর অক্টোবরেই নোটিশের বিরুদ্ধে নগর দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন সনু। তবে কোন ছাড়পত্র মেলেনি।



